Partha Chatterjee: শিক্ষা দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের ২ দিনের জন্য প্যারোলে মুক্তি। গতকাল মা মারা গেছেন, শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য প্যারোলে মুক্তি। বিকেল ৫.৩০ নাগাদ আলিপুর মহিলা জেল থেকে বার করা হয় পার্থর বান্ধবী অর্পিতাকে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররা অর্পিতা মুখোপাধ্যায়কে বেলঘরিয়ার বাড়িতে নিয়ে যান।
আর জি কর কাণ্ডের ১০০ দিন পার। তদন্তে গতি আনার দাবি জানিয়ে ফের পথে সিপিএম। উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক। আর জি করকাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই’ । যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে’ । ‘যদি রাজ্য সরকার কো ন পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ করা যায়’ । হাইকোর্টে জানাল কেন্দ্রীয় সরকার । আর জি করের নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনার অভিযোগে মামলা দায়ের হয়েছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে । আগামী ডিসেম্বর মাসে পরবর্তী শুনানির সম্ভাবনা।