NOW READING:
বেঙ্গালুরুতে চলছে বৃষ্টি, দুর্যোগেই আঁধার নামবে কেকেআর শিবিরে? কোহলির সঙ্গে কী কথা রাহানের?
May 16, 2025

বেঙ্গালুরুতে চলছে বৃষ্টি, দুর্যোগেই আঁধার নামবে কেকেআর শিবিরে? কোহলির সঙ্গে কী কথা রাহানের?

বেঙ্গালুরুতে চলছে বৃষ্টি, দুর্যোগেই আঁধার নামবে কেকেআর শিবিরে? কোহলির সঙ্গে কী কথা রাহানের?
Listen to this article


বেঙ্গালুরু: ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় জোরাল ধাক্কা খেয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্লে অফে ওঠার স্বপ্ন।

ফের কি বৃষ্টিই কাঁটা হবে কেকেআরের? প্লে অফের অঙ্কে যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে শাহরুখ খান, জুহি চাওলার দলের, সেটাও কি নির্মূল হবে দুর্যোগে? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কেকেআরের ম্যাচ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে?

বেঙ্গালুরুতে চলছে ঝড় বৃষ্টি। রোজ সন্ধ্যায় নিয়ম করে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের জল নিষ্কাশনী ব্যবস্থা বিশ্বমানের। বৃষ্টি থামলে ঘণ্টাখানেকের মধ্যে খেলা শুরু করে দেওয়া যায়। তবু, শঙ্কা থাকছে।

পয়েন্ট টেবিলে কেকেআর রয়েছে ৬ নম্বরে। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে। বাকি দুই ম্যাচ জিতলে কেকেআর আটকে যাবে ১৫ পয়েন্টে। যেখানে গুজরাত টাইটান্স ও আরসিবি ইতিমধ্যেই ১৬ পয়েন্ট করে পেয়ে বসে আছে। পঞ্জাব কিংসের ঝুলিতে ১৫ পয়েন্ট। কেকেআরের প্লে অফ দরজা খুলতে পারে অলৌকিক কিছু হলে। যেখানে নিজেদের বাকি দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির ফলাফলের দিকে। 

আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে? ১ পয়েন্ট পাবে কেকেআর। আর কোন সুযোগই থাকবে না প্লে অফের। আনুষ্ঠানিকভাবে ছিটকে যাবে প্লে অফের দৌড় থেকে।

বৃহস্পতিবার বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্র্যাক্টিস করেছে দুই দলই। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংহদের খোশমেজাজেই দেখিয়েছে। টেস্ট থেকে অবসরের পর ফের ক্রিকেট মাঠে নামছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার তিনিও অনুশীলন করলেন। কেকেআরের অধিনায়র অজিঙ্ক রাহানের সঙ্গে গল্পও করেন কোহলি। কী কথা হল তাঁদের? জল্পনা চলছে।

কেকেআরের দুই স্তম্ভ – দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন যোগ দিয়েছেন বেঙ্গালুরুতে দলের প্রস্তুতি শিবিরে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন দলে যোগ দিয়েছেন। তবে ইংল্যান্ডের মঈন আলি ও ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল খেলবেন না আইপিএলের বাকি অংশ। তাঁদের পরিবর্তে কাউকে নেওয়া হবে কি না, এখনও জানায়নি কেকেআর।

অন্যদিকে, সামনেই আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে আরসিবির চার বিদেশি ক্রিকেটার – জশ হ্যাজলউড, জেকব বেথেল, রোমারিও শেফার্ড ও লুনগি এনগিডির। ইংল্যান্ডের সীমিত ওভারের দলে সুযোগ পাননি ফিল সল্ট ও লিয়াম লিভিংস্টোন। জেকব বেথেলও ইংল্যান্ডের ক্রিকেটার। তাঁরা আরসিবি দলে যোগ দিয়েছেন। রোমারিও শেফার্ডও কেকেআর ম্য়াচের আগে পৌঁছে গিয়েছেন বেঙ্গালুরুতে।

আরও দেখুন



Source link