NOW READING:
কোহলিই কি ফের দায়িত্বে? চমকের ইঙ্গিত দিচ্ছে আরসিবি, অধিনায়ক ঘোষণা বৃহস্পতিবার
February 13, 2025

কোহলিই কি ফের দায়িত্বে? চমকের ইঙ্গিত দিচ্ছে আরসিবি, অধিনায়ক ঘোষণা বৃহস্পতিবার

কোহলিই কি ফের দায়িত্বে? চমকের ইঙ্গিত দিচ্ছে আরসিবি, অধিনায়ক ঘোষণা বৃহস্পতিবার
Listen to this article


বেঙ্গালুরু: ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ মেটার জন্যই যেন অপেক্ষা করা হচ্ছিল। বৃহস্পতিবারই ভারতীয় ক্রিকেটে হতে পারে বড় ঘোষণা।

আসন্ন আইপিএলের (IPL 2025) জন্য নতুন অধিনায়কের নাম ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবারই ঘোষণা করে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। যা জানাজানি হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীরা প্রবল কৌতূহলী হয়ে পড়েছেন একটাই প্রশ্ন নিয়ে, তাহলে কি ফের ক্যাপ্টেন কোহলির আগমন ঘটতে চলেছে আইপিএলে? বিরাট কোহলির হাতেই কি নেতৃত্বভার তুলে দেবে আরসিবি?

আরসিবি-ও নাটকীয়তার কম কিছু উপকরণ রাখছে না। সব প্রথা ভেঙে অধিনায়ক ঘোষণার সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত করে ফেলেছে তারা। স্টার স্পোর্টস নেটওয়ার্কে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় হবে আরসিবি-র অধিনায়ক ঘোষণা। 

২০২১ সালে বিরাট কোহলি নেতৃত্ব নিজে থেকেই ছেড়ে দেওয়ার পর আরসিবি-র অধিনায়ক করা হয়েছিল ফাফ ডুপ্লেসিকে। পরের তিন আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন প্রোটিয়া তারকা। ডুপ্লেসির নেতৃত্বে তিন আইপিএল মিলিয়ে ৪২ ম্যাচে ২১টি জিতেছে আরসিবি। হেরেছে ২১টি ম্যাচে। ২০২২ সালের নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে ডুপ্লেসিকে দলে নিয়েছিল আরসিবি। ৭ কোটি টাকা খরচ করে। যদিও ২০২৫ সালের আইপিএলের নিলামের আগেই ডুপ্লেসিকে ছেড়ে দেয় আরসিবি। সেদিনই ঠিক হয়ে যায়, নতুন কাউকে দেখা যাবে আরসিবি অধিনায়ক হিসাবে।

প্রশ্নটা হল, দায়িত্বে কে? অনেকেই বিরাটের নাম ভাসিয়ে দিচ্ছেন। কিন্তু নিজে থেকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর বিরাট আদৌ আর অধিনায়কের জুতোয় পা গলাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

২০১৩ সালে ড্যানিয়েল ভেত্তোরির হাত থেকে নেতৃত্বের ভার নিয়েছিলেন কোহলি। ২০২১ সাল পর্যন্ত আরসিবিকে নেতৃত্ব দেন বিরাট। কোহলির নেতৃত্বে ১৪৩ ম্যাচে ৬৬টি জিতেছিল আরসিবি। হেরেছে ৭০ ম্যাচে। অধিনায়ক হিসাবে ৪৯৯৪ রান করেছেন বিরাট। যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরিও।

বিরাট না হলে কে?

কেউ কেউ রজত পাতিদারের কথা বলছেন। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে পাতিদারের। তাঁর নেতৃত্বে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে রানার আপ হয়েছিল মধ্য প্রদেশ। ফাইনালে মুম্বইয়ের কাছে হারলেও পাতিদারের ব্যাট ঝলসে উঠেছিল। অনেকের মতে, আরসিবি-র অধিনায়ক হিসাবে চমক হতে পারেন পাতিদার।

আরও পড়ুন: মোদির শহরে বন্দেমাতরম স্লোগানের মধ্যে ইংল্যান্ডকে ধ্বংস করল ভারত, সিরিজ ৩-০

আরও দেখুন



Source link