মোদ্দা কথা
- জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের শেষে নয়া নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। আরটিজিএস এবং এনইএফটি ব্যবহারকারীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিয়েছে আরবিআই । আরটিজিএস এবং এনইএফটির মাধ্যমে টাকা পাঠানোর আগে যার নাম ওই ব্যঙ্কে নথিভুক্ত আছে তার নাম দেখতে পাবেন গ্রাহক।এই বিষয়ে সমস্ত ব্যাঙ্ককে কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার নির্দেশ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ২০২৫-এর এপ্রিল মাসের মধ্যে সমস্ত ব্যাঙ্কেই এই নিয়ম লাঘু হতে চলেছে। বেশ কয়েক মাস ধরেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা চললেও,অক্টোবরের ৯ তারিখেই আরবিআই প্রথম এই বিষয়ে প্রস্তাব দিয়েছিল।
- আরও পড়ুন– বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রান সেরে ফেলল রেল, কোন রুটে চলবে, গতি উঠল কত?
- ইউপিআই প্ল্যাটফর্মগুলিতে এই পরিষেবার কারণে প্রেরকেরা যে সুবিধা পান, তা উল্লেখ করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। আরটিজিএস এবং এনইএফটি-র ক্ষেত্রে এই সুবিধা চালু হলে প্রেরকেরা এ ক্ষেত্রেও গ্রাহকের নাম আগে থেকে জানতে পারবেন বলে জানিয়েছে আরবিআই। এবার থেকে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠবে গ্রাহকের ব্যাঙ্কে নথিবদ্ধ হওয়া নাম। আরটিজিএস এবং এনইএফটি করে কাউকে টাকা পাঠানোর আগেও এই সুবিধা পাওয়া যাবে। আগামী বছরের এপ্রিলের মধ্যে সব ব্যাঙ্ককে এই ব্যবস্থা চালু করতে হবে জানান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।
- আরও পড়ুন– ‘যখন বাবা চলে গেলেন…’, মনমোহনের স্মৃতিসৌধ-বিতর্কে এ বার সরব প্রণব-কন্যা!
৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়ালী নটিফিকেশনে বলা হয় ইউপিআই এবং আইএমপিএস -এর মাধ্যমে টাকা পাঠানোর আগে ব্যবহারকারির নাম যেমন দেখা যায়। তেমনই এই নতুন সিস্টেম চালু হতে চলেছে আরটিজিএস এবং এনইএফটিতেও।আরটিজিএস এবং এনইএফটির মাধ্যমে যাঁরা অনলাইন পেমেন্ট করবেন বা যাকে পাঠাবেন তাদের সম্পর্কে ভালোভাবে যাচাই প্রক্রিয়া করে রাখতে হবে ব্যাঙ্কগুলিকে। এই নয়া নিয়ম ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার জন্যই এই নির্দেশ দিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। আরটিজিএস এবং এনইএফটি ব্যবহারকারীদের ওপর বিশেষ নজর আরবিআই-এর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)