NOW READING:
Ravindra Jadeja Retirement: চলে এল বুক ভাঙা আপডেট, অন্তিম ম্যাচ খেলছেন ‘রকস্টার’? কিছুক্ষণ পরেই অবসর জাদেজার!
March 9, 2025

Ravindra Jadeja Retirement: চলে এল বুক ভাঙা আপডেট, অন্তিম ম্যাচ খেলছেন ‘রকস্টার’? কিছুক্ষণ পরেই অবসর জাদেজার!

Ravindra Jadeja Retirement: চলে এল বুক ভাঙা আপডেট, অন্তিম ম্যাচ খেলছেন ‘রকস্টার’? কিছুক্ষণ পরেই অবসর জাদেজার!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (Champions Trophy 2025 Final) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত দুবাইয়ে মুখোমুখি হয়েছে মিচেল স্যান্টনারের (Mitchell Santner) নিউ জ়িল্যান্ডের!  বোলারদের হাতযশে ভারত শেষপর্যন্ত কিউয়িদের ৫০ ওভারে ২৫১/৭ রানে বেঁধে রাখতে সমর্থ হয়। ভারত রান তাড়া করতেও নেমে পড়েছে, আর এই আবহে নেটপাড়ায় একটাই খবর ঘুরছে! টিম ইন্ডিয়ার ‘রকস্টার’ রবীন্দ্র জাদেজা কি জীবনের অন্তিম ম্যাচ খেলছেন? 

আরও পড়ুন: ফাইনালেও ভূরি ভূরি ক্যাচ নষ্ট ভারতের! বোলাররা কত রানে থামালেন নিউ জ়িল্যান্ডকে?

কেন জাদেজার অবসরের প্রশ্ন উঠল ফাইনাল চলাকালীনই? এদিন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব দুই উইকেট করে নিয়েছেন। এক উইকেট নিয়েছেন মহম্মদ শামি, এক উইকেট এসেছে রবীন্দ্র জাদেজার ঝুলিতেও। ১০ ওভার বল করে ৩০ রান দিয়েছেন তিনি। এদিন জাদেজা নির্দিষ্ট কোটার ওভার শেষ করার পরেই বিরাট কোহলি তাঁকে দীর্ঘক্ষণ জড়িয়ে ধরে থাকেন, যা দেখে নেটপাড়ার অনেকেই মনে করছেন যে, জাদেজা হয়তো দেশের জার্সিতে সম্ভবত শেষ ওডিআই খেলে ফেললেন। সেই কারণেই কোহলি তাঁকে দীর্ঘ সময়ে বুকে টেনে রেখেছিলেন। 

ফাইনালের আগেই ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে একটাই খবর ঘুরছিল। দুবাইতেই কেরিয়ারে যবনিকা টানতে চলেছেন দেশের তিন মহারথী! টি-২০ বিশ্বকাপ জেতার পর বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা জানিয়ে ছিলেন যে, তাঁদের আর দেশের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেটে দেখা যাবে না। এবার মনে করা হচ্ছে এই ত্রয়ী ওডিআই ক্রিকেটকেও আলবিদা বলতে চলেছেন। রোহিত সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটকেই গুডবাই বলবেন ফাইনালের পরে!

আরও পড়ুন: গিল দিয়েছেন দিল, দেশের তারকা ক্রিকেটার প্রেমে হাবুডুবু খাচ্ছেন! কে এই পরম সুন্দরী?

জাদেজার ব্যাট কথা না বললেও বোলিং করছেন অসাধারণ। ২০২৩ সাল থেকে ওডিআই-তে মাত্র ৪.৫ ইকোনমিতে ৪১ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। এই সময়ের মধ্যে কমপক্ষে ২০০ ওভার বল করা শীর্ষ ১০ বোলারদের মধ্যে জাদেজার ইকোনমি দ্বিতীয় সেরা। তাঁর ফিটনেসও দুর্দান্ত, কিন্তু জাদেজার বয়স ইতিমধ্যেই ৩৬ বছর। এবং ভারতের কাছে বেশ কয়েকজন স্পিন-বোলিং অলরাউন্ডার রয়েছে। অক্ষর প্যাটেল সবার আগে! জাদেজা এখনও টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং ভারত এই বছর বেশ কয়েকটি টেস্ট খেলবে, জাদেজা হয়তো তাঁর পুরো মনোযোগ লাল বলের ক্রিকেটেই রাখবেন

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 





Source link