ব্রিসবেন: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দলে ছিলেন। অ্য়াডিলেড টেস্টে মাঠেও নেমেছিলেন। কিন্তু আহামরি পারফরম্য়ান্স ছিল না। এবার আচমকাই সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। পঞ্চম দিনের খেলার ফাঁকেই একবার দেখা গিয়েছিল ক্যামেরায় ধরা পড়েছিল বিরাট কোহলি ও রবিচন্দ্রনের কোলাকুলির মুহূর্ত। হঠাৎ এমন কেন হল? অনেকের মনেই প্রশ্ন জেগেছিল। শেষ পর্যন্ত এমন একটা ঘোষণা আসতে চলেছে তা হয়ত অনেক ক্রিকেটপ্রেমীই ভাবতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৪ সালে এই অস্ট্রেলিয়ার মাটিতেই বর্ডার গাওস্কর ট্রফি চলাকালিন আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। এবার ১০ বছর পরে আরও একটা বর্ডার গাওস্কর ট্রফির মঞ্চ, আরও একটা টেস্টের শেষে আচমকাই সিরিজের মাঝে ২২ গজকে আলবিদা জানালেন দেশের অন্য়তম সেরা স্পিনার।
ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরই আচমকাই রোহিতের সঙ্গে সাংবাদিক বৈঠকে চলে আসেন অশ্বিন। এরপরই নিজের সিদ্দান্তের কথা জানিয়ে দেন তামিলনাড়ুর স্পিনার। দেশের জার্সিতে ১০৬ টেস্ট খেলা অশ্বিন বলেন, ”এটাই আমার ক্রিকেটার জীবনের শেষ দিন ছিল। আমি আর ক্রিকেটার হিসেবে কোনওদিন মাঠে নামব না। সব ধরণের ফর্ম্য়াট থেকেই অবসর নিচ্ছি। দুর্দান্ত একটা সফর ছিল আমার কাছে। রোহিত, বিরাটদের পাশে পেয়েছি। ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে। তাই ক্রিকেটার হিসেবে না হলেও ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকার চেষ্টা করব।”
Ravichandran Ashwin announces his retirement from all forms of international cricket.
Congratulations on a brilliant career 👏 pic.twitter.com/UHWAFmMwC0
— 7Cricket (@7Cricket) December 18, 2024
দেশের জার্সিতে ১০৬ টেস্টে মোট ৫৩৭ উইকেট নিয়েছেন। ৩৭ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ম্য়াচে ১০ উইকেট নিয়েছেন আট বার। ব্যাট হাতেও ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন অনিল কুম্বলের পর দেশের সবচেয়ে বেশি উইকেটের মালিক। ৫৯ রান খরচ করে ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন একবার। যা তাঁর কেরিয়ারের সেরা বোলিং পারফরম্য়ান্স। ১১৬টি ওয়ান ডে ও ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন।
সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে ছিলেন অশ্বিন। কিন্তু টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন ৩৮ বছরের এই স্পিনার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতীয় দলের হয়ে সর্বাধিক উইকেট রয়েছে অশ্বিনের দখলে। ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তারকা এই অফস্পিনার।
আরও দেখুন