NOW READING:
Ratul-Isha: কলকাতার আতিথেয়তার গল্প বড়পর্দায়! ২৫ বছর অভিনয়ে রাতুল, জুটিতে ইশা…
March 29, 2025

Ratul-Isha: কলকাতার আতিথেয়তার গল্প বড়পর্দায়! ২৫ বছর অভিনয়ে রাতুল, জুটিতে ইশা…

Ratul-Isha: কলকাতার আতিথেয়তার গল্প বড়পর্দায়! ২৫ বছর অভিনয়ে রাতুল, জুটিতে ইশা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ পঁচিশ বছর পর আবার বড়পর্দায় ফিরছেন মমতা শঙ্করপুত্র রাতুল শঙ্কর (Ratul Shankar)।  ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’ ছবিতে অভিনয় করেছিলেন রাতুল। এরপর দীর্ঘদিন পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন নিজেকে। ব্যস্ত ছিলেন গান বাজনার দুনিয়ায়। সংস্কৃতির জগৎ তাঁকে মূলত একজন পারকাশনিস্ট হিসাবেই চেনে। নতুন ছবিতে ইশা সাহার (Isha Saha) সঙ্গে জুটি বেঁধে আরও একবার রূপোলি পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে ছবিটি টিজার। পরিচালক সত্রাজিৎ সেন তৈরি করেছেন তাঁর নতুন ছবি ‘চেক ইন চেক আউট’। সেই ছবিতেই জুটি বেঁধেছেন ইশা সাহা ও রাতুল শঙ্কর। সত্রাজিৎ সেনের প্রযোজনায় ‘বাকিটা ব্যক্তিগত’  ছবি এনে দেয় জাতীয় পুরস্কার। ইশা ও রাতুল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনুরাধা মুখার্জি, আরিয়ান ভৌমিক, চান্দ্রেয়ী ঘোষকে। এবার মুক্তি পেল ঈশা সাহা এবং রাতুল শংকর অভিনীত ছবি চেক ইন চেক আউট ছবির গান বহু দূরে। 

সম্প্রতি ছবির প্রচারে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা। সত্রাজিৎ সেন পরিচালিত ছবি চেক ইন চেক আউট-এর মাধ্যমে প্রথম বারের জন্য বিখ্যাত সুরকার জুটি সেলিম সুলেমানের মিউজিক লেবেল যুক্ত হল বাংলা সিনেমার গানে। নবাগত সায়নের সুরে বহু দূরে গানটি গেয়েছেন আদিত্য কালবে এবং মালিনী ব্যানার্জী।  

আরও পড়ুন- Hrithik Roshan Directorial Debut: ৭০০ কোটির বাজেটে ‘কৃষ ফোর’! পরিচালনায় হাতেখড়ি হৃতিকের…

মেঘদূত রায়চৌধুরী এবং টেকনো ইন্ডিয়া প্রযোজিত এই ছবিতে কলকাতার একটি হোটেলকে কেন্দ্র করে ছবির গল্প এগোবে। পরিচালকের বক্তব্য থেকে জানা গিয়েছে কলকাতা ও তার মানুষজনের গল্পই থাকবে ছবিতে। সেখানে কলকাতার হোটেলের ম্যানেজার, কর্মচারীদের সঙ্গে অতিথিদের সম্পর্কের দিকটিও তুলে ধরা হবে।

ছবিতে ইশাকে একটি হোটেলের জেনারেল ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে। তাঁর অভিনীত চরিত্রের নাম নম্রতা। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এই হোটেলে চাকরি নিয়ে কলকাতায় ফেরে নম্রতা। যদিও হোটেলটি নিয়ে তার তেমন কোনও আগ্রহ নেই। এই হোটেলেই অতিথি হিসাবে আসে চান্দ্রেয়ী, অনুরাধা মুখার্জি ও আরিয়ান অভিনীত চরিত্রগুলি। তারা বারবার কীসের টানে এই হোটেলেই ফিরে আসে তাকে কেন্দ্র করেই ছবির গল্প বুনেছেন পরিচালক। এই হোটেলের মালিক গিরীন্দমোহনের ভূমিকায় দেখা যাবে রাতুলকে, যিনি নম্রতার মেন্টরও বটে। নম্রতার সঙ্গে তার মেন্টরের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা আবার এই ছবির আর একদিক। 

আরও পড়ুন- Srabanti: ভিড়ের মাঝেই অশালীন ছোঁয়ার চেষ্টা! রেগে যুবককে মার শ্রাবন্তীর…

পরিচালক সত্রাজিৎ সেন জানিয়েছেন, “আগামী ১৮ এপ্রিল রিলিজ হতে চলছে এই ছবি । বহু দূরে গানটি অসাধারণ গেয়েছেন আদিত্য এবং মালিনী। গানটির মধ্যে একটা দূরত্ব, একটা চলে যাওয়ার দুঃখ আছে. আমার সব ছবিতেই আমি নতুন প্রতিভাদের  নিয়ে কাজ করতে পছন্দ করি । চেক ইন চেক আউট-এ অনেক নতুন শিল্পীদের দেখা ও শোনা যাবে। আশা করছি আমাদের দর্শকদের পছন্দ হবে এই গান । “

টেকনো ইন্ডিয়া গ্রূপের কর্ণধার মেঘদূত রায়চৌধুরী জানান, “এই চেক ইন চেক আউট-এর মাধ্যমে আমার প্রযোজক এবং অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে। অভিজ্ঞতা বলতে আমি সবকিছুই নতুন করে শেখার চেষ্টা করেছি। পাশে পেয়েছি সত্রাজিৎ সেনের মতো একজন গুণী মানুষকে। চেক ইন চেক আউট আমাদের প্রিয় শহর কলকাতার আতিথেয়তা নিয়ে একটি গল্প। আশা করি মানুষের ভালোবাসা পাবে আমাদের এই সিনেমা “

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link