NOW READING:
বিবাহবিচ্ছেদের মামলায় ক্লান্ত শোভন, বিস্ফোরক রত্না, ‘কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না..’!
February 24, 2025

বিবাহবিচ্ছেদের মামলায় ক্লান্ত শোভন, বিস্ফোরক রত্না, ‘কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না..’!

বিবাহবিচ্ছেদের মামলায় ক্লান্ত শোভন, বিস্ফোরক রত্না, ‘কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না..’!
Listen to this article



<p><strong>কলকাতা:</strong> তৃণমূলে ফের কালারফুল নেতার সন্ধান। এবার তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাবা মহেশতলার বিধায়ক দুলালচন্দ্র দাসকে কালারফুল বলে সম্বোধন করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলায় কলকাতার প্রাক্তন মেয়রের হয়ে সওয়াল করেন কল্যাণ। আর কোর্টে কল্যাণের কটাক্ষের পাল্টা জবাব দিলেন রত্না।</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=Ho8gst4nXUc[/yt]</p>
<p>শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এদিন জবাবে রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনও সমস্যা নেই। হাইকোর্টে কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না। কিন্তু যেভাবে আমাদের নামে মিথ্যে কথা বলেছেন। বাবার হিস্ট্রি-জিওগ্রাফি সব কিছু জানেন, তাহলে কেন? ২জন সন্তানকে নিয়ে লড়াই করছি বলে নোংরা কথা বলবে?।'</p>
<p>সূত্রের খবর, এই মামলায় এখনও সাক্ষী দেননি রত্না চট্টোপাধ্যায়ের বাবা। সেই সূত্র ধরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন হাইকোর্টে প্রশ্ন তোলেন, দুলালচন্দ্র দাস একটি পুরসভার চেয়ারম্যান, সেখানকার কাজ রোজ সামলাচ্ছেন। কিন্তু বয়সের যুক্তি দিয়ে আদালতে যেতে পারছেন না। তাঁর অভিযোগ, ৮ বছর ধরে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এই জাতীয় মামলার দ্রুত নিষ্পত্তি করা হয়। কিন্তু এই মামলা এতদিন ধরে চলছে, কারণ রত্না চট্টোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন তিনি ডিভোর্স দেবেন না।&nbsp;</p>
<p>আলিপুর আদালতে যে ভাষায় কথা বলছেন রত্না চট্টোপাধ্যায় তা প্রকাশ্যে মুখে আনা যায় না, সওয়াল কল্যাণের। আদালত কি মামারবাড়ি নাকি ? যখন যা ইচ্ছা হল করব ?, সওয়াল কল্যাণের। এদিকে মামলার দীর্ঘসূত্রিতার কারণে শোভন চট্টোপাধ্যায় ক্লান্ত হয়ে পড়েছেন বলেও এদিন আদালতে জানান কল্যাণ।&nbsp; &nbsp;’আট বছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ! এই জাতীয় মামলার দ্রুত নিষ্পত্তি করা হয়। কিন্তু এই মামলা আট বছর চলছে, কারণ রত্না চট্টোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন ডিভোর্স দেব না’, সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।</p>
<p>আরও পড়ুন, <a title="হাওড়ায় বেপরোয়া ‘বাইকের ধাক্কায়’ মৃত্যু মহিলার, ঘাতক বাইকে বসেছিলেন খোদ ‘যুব TMC সভাপতি’ ?" href="https://bengali.abplive.com/district/howrah-news-lady-death-due-to-bike-accident-and-victims-family-complaint-against-tmc-president-abhijit-mandal-1122009" target="_self">হাওড়ায় বেপরোয়া ‘বাইকের ধাক্কায়’ মৃত্যু মহিলার, ঘাতক বাইকে বসেছিলেন খোদ ‘যুব TMC সভাপতি’ ?</a></p>
<p>&nbsp;</p>



Source link