NOW READING:
খোঁজ নেই অভিযোগকারীর, রেশন দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়
January 13, 2025

খোঁজ নেই অভিযোগকারীর, রেশন দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়

খোঁজ নেই অভিযোগকারীর, রেশন দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়
Listen to this article



<p>ABP Ananda live: রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ED-র দাবি, যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা, সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না। ED সূত্রে খবর, প্রগতি ময়দান থানা এলাকার ধাপা দুর্গাপুরের বাসিন্দা, তৃণমূল নেতা তারক মণ্ডলই অভিযোগকারী ছিলেন। চলতি মাসের গোড়ায় নোটিস পাঠালেও তিনি হাজিরা দেননি। ফোনেও সাড়া মেলেনি। ED-র অনুমান, ভবানীপুর থানায় তারক অভিযোগ জানালেও, তাঁর পিছনে অন্য কেউ রয়েছে। বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে ধাপার ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন ED-র আধিকারিকরা। অন্যদিকে, ধাপায় তারকের বাড়ি তালাবন্ধ। তাঁর অফিসের এক কর্মীর মাধ্যমে ফোনে যোগাযোগ করা হলে তৃণমূল নেতার দাবি, তিনি গত ৫ দিন ধরে শয্য়াশায়ী। ED-র নোটিস পাননি। অথচ স্থানীয়রা বলছেন, তারক রোজই অফিসে আসেন। এই লুকোচুরি কেন? উঠছে প্রশ্ন।</p>



Source link