প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে দিল ব্যাঙ্কশাল কোর্ট।
<p>ABP Ananda Live: এবার জামিন হয়ে গেল প্রাক্তন খাদ্যমন্ত্রীর। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে গেলেন । প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে দিল ব্যাঙ্কশাল কোর্ট। জানা গিয়েছে, ৫০ হাজার টাকার জামিন বন্ড এবং ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে। </p>
<p>জ্যোতিপ্রিয় মল্লিককে গত মাসেও আদালতে ’দুর্নীতির গঙ্গাসাগর’, রেশন কেলেঙ্কারির ‘রিংমাস্টার’বলে দাবি করে ইডি। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের বিরোধিতা করে আদালতে নানারকম চাঞ্চল্য়কর দাবি করে ইডি। ইডির আইনজীবী বলেন, ‘আমরা যদি পাখির চোখে দেখি, গঙ্গায় যেমন বিভিন্ন নদীর শাখাপ্রশাখা মিলিত হয়, তেমনই রেশন দুর্নীতির সবটাই গিয়ে মিশছে বালু-তে।’ বারবার এভাবেই জ্যোতিপ্রিয়র জামিনের বিরোধিতা করে এসেছে ইডি। </p>
<p><strong>ভয়ানক ! আরও হেলে পড়েছে বাঘাযতীনের বহুতল, বাড়ি ছাড়তে হচ্ছে পাশের বাড়ির বাসিন্দাদেরও</strong></p>
<p> </p>
<p>তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। মাথার ছাদ নিয়ে অনিশ্চয়তায় একাধিক পরিবার। ক্রমেই বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। ক্রমেই আরও হেলে পড়ছে বহুতল। তাতেই রাতের ঘুম উড়েছে ভেঙে পড়া বহুতলের পাশের বাড়িটির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। যে কোনও মুহূর্তে তা ধসে পড়তে পারে পাশের বাড়িটির উপর। তাই এই শীতে বাড়ি ছেড়ে রাস্তায় বাস করতে হচ্ছে পাশের বাড়ির মানুষদেরও। </p>
Source link