একের পর এক সকলেই জামিন পেয়ে গেল। এবার পার্থর জামিনের জন্য অপেক্ষায় আছে: সুজন
<p>ABP Ananda Live: ‘সবাই দেখছে, সবাই বুঝতে পারছে অর্পিতা চট্টোপাধ্যায়ের জামিন হয়ে গেল অনুব্রতর জামিন হয়ে গেল, একের পর এক সকলেই জামিন পেয়ে গেল। এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য অপেক্ষায় আছে। মুখ্যমন্ত্রীর যারা ঘনিষ্ঠ এবং সম্পদ, তাঁদের জামিনের একটা প্রক্রিয়া চলছে’, বললেন সুজন চক্রবর্তী।</p>
<p><strong>ভয়ানক ! আরও হেলে পড়েছে বাঘাযতীনের বহুতল, বাড়ি ছাড়তে হচ্ছে পাশের বাড়ির বাসিন্দাদেরও</strong></p>
<p>তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। মাথার ছাদ নিয়ে অনিশ্চয়তায় একাধিক পরিবার। ক্রমেই বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। ক্রমেই আরও হেলে পড়ছে বহুতল। তাতেই রাতের ঘুম উড়েছে ভেঙে পড়া বহুতলের পাশের বাড়িটির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। যে কোনও মুহূর্তে তা ধসে পড়তে পারে পাশের বাড়িটির উপর। তাই এই শীতে বাড়ি ছেড়ে রাস্তায় বাস করতে হচ্ছে পাশের বাড়ির মানুষদেরও। </p>
Source link