রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর ED-র হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা
<p>ABP Ananda LIVE: রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর ED-র হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। CGO কমপ্লেক্সে প্রায় ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান গ্রেফতার। গ্রেফতার করা হয়েছে আনিসুরের দাদা, চালকল ব্যবসায়ী আলিফ নুরকে। গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ ED-র তলবে CGO-তে হাজিরা দিয়েছিলেন দুই ভাই। ইডি সত্রে দাবি, আলিফ নুরের চালকল রেশন বণ্টন দুর্নীতিতে ব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে। </p>
<p>স্কুলে না গিয়েও ডামি শিক্ষিকা দিয়ে কাজ, অভিযুক্ত তৃণমূল নেতা। চণ্ডীপুরে অভিযুক্ত তৃণমূলের নেতা শিক্ষক স্বপন প্রধান । স্কুলে না গিয়েও বেতন তোলার অভিযোগ! মাসের শেষে হাজিরা খাতায় সই! ডামি শিক্ষিকা রেখে কাজ চালানোর অভিযোগ! শাসক নেতা শিক্ষকের কীর্তিতে শোরগোল পূর্ব মেদিনীপুরে তোলপাড় । ভিত্তিহীন অভিযোগ, সব আমার রেকর্ড বলবে, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। স্কুলে না গিয়ে ডামি শিক্ষিকা রেখে কাজ চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ভগবানখালি নতুন প্রাথমিক বিদ্য়ালয়ের শিক্ষক স্বপন প্রধানকে শো-কজ করেছেন জেলা বিদ্য়ালয় পরিদর্শক। এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।</p>
Source link