NOW READING:
‘উনি কিংমেকার, মন্ত্রী না থাকলেও…’, জ্যোতিপ্রিয়র জামিনের বিরোধিতায় আদালতে কী বলল ED ?
December 11, 2024

‘উনি কিংমেকার, মন্ত্রী না থাকলেও…’, জ্যোতিপ্রিয়র জামিনের বিরোধিতায় আদালতে কী বলল ED ?

‘উনি কিংমেকার, মন্ত্রী না থাকলেও…’, জ্যোতিপ্রিয়র জামিনের বিরোধিতায় আদালতে কী বলল ED ?
Listen to this article


প্রকাশ সিনহা, কলকাতা : একজন রাজা হন, আরেক জন হন ‘কিংমেকার’। যাঁরা সবসময় ক্ষমতাবান। জ‍্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) রাজা না হলেও, রাজা তৈরির মতো ক্ষমতাবান। জামিন পেলে তদন্ত ভেস্তে দিতে পারেন। বিশেষ আদালতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের বিরোধিতা করে মন্তব্য করল ইডি। পরবর্তী শুনানি হবে ২১ ডিসেম্বর।

রেশন-দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ‘কিংপিন ও কিংমেকার’ বলে উল্লেখ করল ইডি। মন্ত্রী পদে না-থাকলেও এখনও তিনি ক্ষমতাশালী, আদালতে দাবি করল কেন্দ্রীয় সংস্থা।

বুধবার ব্যাঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি। জামিনের বিরোধিতা করে ইডি-র আইনজীবী বলেন, একজন রাজা হন, আরেক জন হন ‘কিংমেকার’, যাঁরা সব সময় ক্ষমতাবান। জ‍্যোতিপ্রিয় মল্লিক ‘কিংমেকার’। মন্ত্রী না থাকলেও তিনি এখনও প্রভাবশালী ও ক্ষমতাবান। জামিন পেলে তদন্ত ভেস্তে দিতে পারেন। 

রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। ইডির দাবি, ওই সময়ে তারা একটি চিরকুট উদ্ধার করে। অভিযোগ, মেয়েকে হাসপাতালে বসে চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয়। ইডি সূত্রে খবর, তাতে টাকার লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য লেখা ছিল। 

সেই প্রসঙ্গ তুলে ইডি-র আইনজীবী এদিন বলেন, জ‍্যোতিপ্রিয় মল্লিক এই মামলায় কিংপিন। রাজনৈতিক প্রভাবশালী ব‍্যক্তি। সুযোগ দেওয়া হলে উনি কী করতে পারেন, তা আমরা পিজি হাসপাতালের চিরকুটের ঘটনায় দেখেছি। জামিন পেলে প্রভাব খাটাবেন।

বিচারক প্রশ্ন করেন, উনি তো এখন আর মন্ত্রী নন, তাহলে কীভাবে প্রভাব খাটাবেন ? ইডি-র আইনজীবী বলেন, মন্ত্রী না হলেও আগের মতোই প্রভাবশালী ও ক্ষমতাবান জ্যোতিপ্রিয় মল্লিক। দুর্নীতি মামলায় ধৃত যাঁরা (পার্থ, বালু) মন্ত্রী নন, তাঁরা এখনও সমান প্রভাবশালী। এই মামলায় যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁরাই জ্যোতিপ্রিয়র দিকে আঙুল দেখিয়েছেন। 

মামলার পরবর্তী শুনানি হবে ২১ ডিসেম্বর।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে দুবাই যাওয়ার ঠিক আগে রেশন দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন



Source link