NOW READING:
রেশন বণ্টন মামলায় জামিন পেলেন আনিুসরও, গ্রেফতারি, মামলা হলেও প্রমাণ কই? ফের ধাক্কা খেল ED
January 22, 2025

রেশন বণ্টন মামলায় জামিন পেলেন আনিুসরও, গ্রেফতারি, মামলা হলেও প্রমাণ কই? ফের ধাক্কা খেল ED

রেশন বণ্টন মামলায় জামিন পেলেন আনিুসরও, গ্রেফতারি, মামলা হলেও প্রমাণ কই? ফের ধাক্কা খেল ED
Listen to this article


কলকাতা: রেশন-বণ্টন মামলায় জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার ওই মামলায় জামিন পেলেন আনিসুর রহমান। দেগঙ্গায় তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর। বুধবার আদালতে জামিন পেলেন তিনি। রেশন বণ্টনে দুর্নীতি হয়েছে বলে মামলা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু মামলা করলেও, তার সপক্ষে প্রমাণ দিতে ED ব্যর্থ হয়েছে বলে আগেই আদালতে সওয়াল করেছিলেন আনিসুরের আইনজীবী। আনিসুরের জামিনে ED ধাক্কা পেল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। (Ration Scam Case)

রেশন বণ্টন মামলায় ED পর পর ধরপাকড়ে নামলেও, এক এক করে জামিন পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা। সম্প্রতি এই মামলায় জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসেন জ্যোতিপ্রিয়। বুধবার জামিন পেলেন আনিসুরও। আজ সকাল ১১টার কিছু পর নগর দায়রা আদালতের নির্দেশ আসে, তাতে জামিন মঞ্জুর করা হয় আনিসুরের। ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড-সহ শর্তসাপেক্ষে জামিন পেলেন আনিসুর। তাঁকে পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। (Enforcement Directorate)

এর আগে আদালতে যখন জামিনের আবেদন করেন আনিসুর, সেই সময় তাঁর আইনজীবী ED-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, একের পর এক অভিযোগ তোলা হলেও, একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি ED. চার্জশিট জমা দেওয়ার পরও, আনিসুরের বিরুদ্ধে তথ্য-প্রমাণ জমা দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আনিসুর এবং তাঁর ভাই বাকিবুর রহমানের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি ED. জ্যোতিপ্রিয়র ক্ষেত্রেও এই একই প্রশ্ন ওঠে। 

এই যুক্তি সাজিয়েও আদালতে আনিসুরের জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। শেষ পর্যন্ত বুধবার জামিন পেলেন আনিসুর। ২০২৪ সালের অগাস্ট মাসে গ্রেফতার হন তিনি। গ্রেফতার হন বাকিবুরও। বাকিবুর আগেই জামিন পেয়ে গিয়েছেন। জামিন পেয়ে গিয়েছেন জ্যোতিপ্রিয়। আজ জামিন পেলেন আনিসুর। আজই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়ে আসবেন আনিসুর।

জ্যোতিপ্রিয়র মামলাতেও আদালতে প্রশ্নের মুখে পড়ে ED. তদন্ত প্রক্রিয়া থেকে আদালতে জমা করা নথি, তথ্যপ্রমাণ, ED-র ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলে আদালত।  বিচারক জানান, একাধিক ক্ষেত্রে গ্রহণযোগ্য প্রমাণই দাখিল করতে পারেনি ED. তদন্তের ক্ষেত্রে ED-র তাড়াহুড়ো করার কথাও উল্লেখ ছিল বিচারকের নির্দেশনামায়। রেশন দুর্নীতি নিয়ে ED-র দাবি, আর বাস্তবে তদন্তে যা উঠে এসেছে, তার মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, তা স্পষ্ট ভাবে উল্লেখ ছিল।

আরও দেখুন



Source link