NOW READING:
Rashid Khan | IPL 2025: আইপিএলে কবজির ঘূর্ণনে ১৫০! যুদ্ধবিধ্বস্ত দেশের নায়ক তিনি, বুমরার নামও মুছলেন রশিদ
March 26, 2025

Rashid Khan | IPL 2025: আইপিএলে কবজির ঘূর্ণনে ১৫০! যুদ্ধবিধ্বস্ত দেশের নায়ক তিনি, বুমরার নামও মুছলেন রশিদ

Rashid Khan | IPL 2025: আইপিএলে কবজির ঘূর্ণনে ১৫০! যুদ্ধবিধ্বস্ত দেশের নায়ক তিনি, বুমরার নামও মুছলেন রশিদ
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে, ক্রিকেটে আফগানিস্তানের উত্থান রূপকথার চেয়ে কোনও অংশে কম নয়। আফগানিস্তান এখন কোনও ভাবেই ক্রিকেটের ‘ছোট’ দেশ নয়। গোলাগুলির আওয়াজ আর ভূমিকম্পে বারবার কেঁপে ওঠা দেশটার শাসক তালিবানিরা। আর সেই দেশেরই ক্রিকেটার রশিদ খান (Rashid Khan)। তাঁর দেশের একমাত্র গ্লোবাল সুপারস্টার। মাত্র ২৫ বছর বয়সে ৬০০ টি-২০ উইকেট নেওয়া প্রিমিয়ম স্পিনারের ঘূর্ণিতে বারবার হারিয়েছেন বিশ্বের তাবড় নক্ষত্র ক্রিকেটাররা। এই রশিদ এবার আইপিএলে (IPL 2025) আরও এক রেকর্ড করে ফেললেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

পঞ্জাব কিংসের বিরুদ্ধে চলতি আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্স মুখোমুখি হয়েছিল। তবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শ্রেয়স আইয়ারের টিম ১১ রানে শুভমন গিলের গুজরাতকে হারিয়েছে। এই ম্যাচে রশিদ নির্ধারিত কোটার বল করে ১ উইকেট নিয়ে দিয়েছেন ৪৮ রান। আর এক উইকেটে কামাল করেছেন রশিদ। আহমেদাবাদে তিনি ভারতের মহাতারকা পেসার জসপ্রীত বুমরাকে টপকে, আইপিএলের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ১৫০ উইকেট নেওয়ার মাইলস্টোন তৈরি করলেন। বুমরা আইপিএলে ১৫০ উইকেট নিতে ১২৪ ম্যাচ খেলেছিলেন। রশিদ ১১ ম্যাচেই পেয়ে গেলেন ১৫০ উইকেট। তালিকায় একে থাকবেন দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি লাসিথ মালিঙ্গা (১০৫ ম্যাচে ১৫০ উইকেট) ও দুয়ে যুজবেন্দ্র চাহাল (১১৮ ম্যাচে ১৫০ উইকেট)

রশিদ খানের আইপিএল ফ্যাক্টফাইল

২০১৭ সালে রশিদ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক করেন। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি আইপিএল খেলেন।

কমলাবাহিনীর সঙ্গে পাঁচ মরসুম কাটানোর পর রশিদ ২০২২ সালে গুজরাত টাইটান্সে নাম লেখান। যা তাঁদের অভিষেক মরসুমেই আইপিএল জিততে সাহায্য করেন।

২০২৩ সালে, রশিদ আইপিএলে সেরা মরসুম কাটিয়েছিলেন। ২৭ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারিদের তালিকায় দুয়ে ছিলেন। আইপিএল ইতিহাসে ২২তম হ্যাটট্রিককারী রশিদ। কেকেআরের বিরুদ্ধে টাইটান্সের হয়ে পরপর তিন বলে আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং শার্দূল ঠাকুরকে আউট করেছিলেন।

তবে গতবছর আইপিএলে রশিদ চেনা ছন্দে ছিলেন না। ১২ ম্যাচে মাত্র ১০ উইকেট নিয়েছিলেন। প্রতিযোগিতায় প্রথমবারের মতো তিন উইকেট নিতে ব্যর্থ হয়েছিলেন।  

আরও পড়ুন: ‘প্লেয়াররা এখন কর্পোরেট স্লেভ’! সাজঘরে কেন গোয়েঙ্কা? নেটিজেনদের কটাক্ষের প্রলয়…

আরও পড়ুন: আইপিএল মোনালিসা হলে কোহলিই ভিঞ্চি, ইডেনের ক্যানভাসে রাজার তুলিতে রক্তিম শহর…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link