# Tags
#Blog

‘মায়ের চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়ছে অচেনা মানুষ, ভয় করছে’, সমস্যায় রণবীরের ব্যক্তিগত জীবনও!

‘মায়ের চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়ছে অচেনা মানুষ, ভয় করছে’, সমস্যায় রণবীরের ব্যক্তিগত জীবনও!
Listen to this article


কলকাতা: ‘ইন্ডিয়াজ় গড ল্যাটেন্ট’ (India’s Got Latent)-এ বিতর্কিত মন্তব্য করে বিপাকে ‘বিয়ারবাইসেপস’ রণবীর এলাহবাদিয়া (Ranveer Allahbadia)। সদ্য তিনি  অভিযোগ করেছেন, তিনি নাকি খুনের হুমকি পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি ‘ইন্ডিয়াজ় গড ল্যাটেন্ট’-এ করা অশ্লীল মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেও তাঁর ওপর থেকে রোষ কমেনি। এবার ‘বিয়ারবাইসেপস’ অভিযোগ করেছেন, তিনি নাকি খুনের হুমকি পাচ্ছেন। এমনকি তাঁর মায়ের চিকিৎসা কেন্দ্রে রোগী সেজে ঢুকে পড়ছেন অচেনা লোকও। হুমকি দিচ্ছেন প্রাণে মেরে ফেলার। 

একটি বিবৃতিতে রণবীর জানিয়েছেন, ‘পুলিশ তাঁর সঙ্গে সবরকম সহযোগীতা করছে। কিন্তু আমার কাছে হুমকি আসা বন্ধ হয়নি।’ রণবীর আরও জানিয়েছেন, তিনি এবং তাঁর টিম পুলিশের সঙ্গে সমস্তরকম সহযোগীতা করছেন। রণবীর জানিয়েছেন, তিনি সমস্ত নিয়ম মেনে চলবেন। বাবা-মা সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন তা অত্যন্ত অসংবেদনশীল ও অসম্মানজনক ছিল। সেই কারণে তিনি ক্ষমাপ্রার্থী। তিনি একজন ভাল মানুষ হয়ে উঠতে চান।’

এরপরে রণবীর লেখেন, তাঁর কাছে একের পর এক খুনের হুমকি আসছে। অন্যান্য লোকজন রোগী সেজে তাঁর মায়ের চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়ছে, রোগী সেজে। আর তারপরেই তাঁর বাবা মাকে খুনের হুমকি দিচ্ছেন। বলছেন আমার পরিবারের ক্ষতি করা হবে। বুঝতে পারছি না কী করা উচিত। এবার সত্যি সত্যিই ভীষণ ভয় করছে।’ এই পোস্টের ক্যাপশানে রণবীর লিখেছেন, ‘মানুষের ভুল হয়, তবে কথা দিচ্ছি, আমি আরও কঠিন হয়ে ফিরব। এতদিন ধরে আমায় ভালবাসা আপনারা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ।

কী মন্তব্য করেছিলেন রণবীর? যার জেরে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এতগুলো মামলা, কী সেই বিতর্কিত মন্তব্য? ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ (India’s Got Latent) -এ এসে রণবীর এক প্রতিযোগীকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি কী তোমার বাবা-মায়ের যৌনতা দেখতে চাও নাকি একবার সেখানে যোগ দিয়ে চিরকালের মতো তা বন্ধ করে দিতে চাও’ । এই মন্তব্য ইউটিউবে প্রকাশ পাওয়ার পরেই তা ভাইরাল হয়ে যায়। চূড়ান্ত কটাক্ষের শিকার হল রণবীর। 

 


আরও পড়ুন: Lalit Modi: সুস্মিতাকে ভুলে নতুন সম্পর্কের ঘোষণা ললিত মোদির, জীবনে ফের প্রেম এল প্রাক্তন IPL কর্তার

 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal