NOW READING:
মুকুট হারাবে মুম্বই? গুজরাত লিড নেবে কেরলের বিরুদ্ধে? শুক্রবার রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষা
February 20, 2025

মুকুট হারাবে মুম্বই? গুজরাত লিড নেবে কেরলের বিরুদ্ধে? শুক্রবার রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষা

মুকুট হারাবে মুম্বই? গুজরাত লিড নেবে কেরলের বিরুদ্ধে? শুক্রবার রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষা
Listen to this article


নাগপুর: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) রেকর্ড ৪১ বারের বিজয়ী মুম্বই । গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল । এবার কি সেই মুকুট হারাবেন অজিঙ্ক রাহানেরা (Ajinkya Rahane)? সম্ভাবনা প্রবল ।

বিদর্ভের বিরুদ্ধে বেশ চাপে মুম্বই । বিদর্ভের প্রথম ইনিংসে ৩৮৩ রানের জবাবে মুম্বই অল আউট হয়ে গিয়েছিল ২৭০ রানে । দ্বিতীয় ইনিংসে বিদর্ভ তুলল ২৯২ রান । দুরন্ত ইনিংস খেললেন যশ রাঠৌর । পাঁচ নম্বরে নেমে ১৫১ রান করলেন । মুম্বইয়ের হয়ে ৬ উইকেট শামস মুলানির । জবাবে বৃহস্পতিবার, ম্যাচের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের স্কোর ৮৩/৩ । শুক্রবার ম্যাচের শেষ দিন জয়ের জন্য ৩২৩ রান তুলতে হবে মুম্বইকে । হাতে সাত উইকেট । ক্রিজে রয়েছেন আকাশ আনন্দ ও শিবম দুবে । লড়াই করবেন তাঁরা । রুদ্ধশ্বাস পরিণতি হতে পারে ম্যাচের । তবে চাপে মুম্বই ।

অন্য সেমিফাইনালেও নাটকীয় পরিস্থিতি । গুজরাত বনাম কেরল সেমিফাইনাল ম্যাচের সরাসরি ফয়সালা হবে না, কার্যত স্পষ্ট । তবে প্রথম ইনিংসের লিড কারা নেয়, সেটাই সবচেয়ে বড় খবর । তরুণ জয়মিত পটেল ৮ বছর পর ফের রঞ্জির ফাইনাল খেলার স্বপ্ন দেখাচ্ছে গুজরাতকে । নিজের প্রথম মরশুমেই জয়মিত ব্যাটিং অলরাউন্ডার হিসাবে নিজের আলাদা একটি জায়গা তৈরি করে নিয়েছেন । ২২ বছর বয়সী জয়মিত সৌরাষ্ট্রের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি করেছিলেন । বৃহস্পতিবার তিনি কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসের লিড নেওয়ার আশা জাগালেন গুজরাত শিবিরে ।  

আরও পড়ুন: তাঁর জন্যই সতীর্থের রেকর্ড হাতছাড়া! মাঠেই হাত জোড় করে ক্ষমা চাইলেন রোহিত

জয়মিত অপরাজিত রয়েছেন ৭৪ রান করে । কেরল প্রথম ইনিংসে তুলেছিল ৪৫৭ রান । জবাবে চতুর্থ দিনের শেষে গুজরাতের স্কোর ৪২৯/৭ । লিড পেতে আর ২৯ রান দরকার গুজরাতের । কেরল-গুজরাতের মধ্যেও রঞ্জি সেমিফাইনালের পঞ্চম দিন রুদ্ধশ্বাস লড়াই অপেক্ষা করে রয়েছে । অভিজ্ঞ প্রিয়াঙ্ক পাঞ্চালের ১৪৮ রানের দুরন্ত একটি ইনিংসের হাত ধরে গুজরাত পাল্টা লড়াই শুরু করে । তৃতীয় দিনের শেষের দিকে গুজরাতের স্কোর ছিল ১ উইকেটে ২২২ রান । কিন্তু চতুর্থ দিনের শুরুর দিকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাত । সেখান থেকে জয়মিত পাল্টা লড়াই করছেন ।

আরও পড়ুন: ৩২১ তাড়া করতে নেমে ৫২ ডট বল! ভারতের বিরুদ্ধে মহারণের আগে বাবর আজমকে নিয়ে ঝড়

 

আরও দেখুন



Source link