জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর। একসময়ে বলিপাড়ায় তাঁর প্রেমের চর্চা ছিল হট টপিক। কিন্তু বর্তমানে তিনি একেবারেই এক অন্য মানুষ। মেয়ে রাহা এবং স্ত্রী আলিয়াকে নিয়ে চুটিয়ে সংসার করছেন। তবে অতীতে অভিনেতা একাধিক সম্পর্কে লিপ্ত থাকার কারণে ‘প্রতারক’ এর ট্যাগ তাঁর নামের সঙ্গে জুড়ে যায়। সম্প্রতি তিনি সেই বিষয়েই মুখ খুলেছেন। এবং সেই বিষয়কে কেন্দ্র করে, তাঁর প্রয়াত বাবা ঋষি কাপুরের একটি পুরনো সাক্ষাত্কার নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তিনি একই সঙ্গে চারজন মহিলাকে ডেট করার বিষয়ে বলেছিলেন। ঋষি কাপুর নিজের অদ্ভুত যুক্তি দিয়ে বলেছিলেন, এখন করবেনা তো কখন করবে!’
আরও পড়ুন: Prosenjit-Dev on Technician Strike: ‘ভালো কাজের জন্য কোটি কোটি ব্যয় করে স্টুডিয়ো বানিয়েছেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই…’ ক্ষোভ প্রসেনজিত্-দেবের
২০১৩ সালের ফিল্মফেয়ারে একটি সাক্ষাত্কারে ঋষি কাপুর বলেছিলেন, ‘রণবীর তাঁর কেরিয়ারে এতটাই সফল যে, যেকোনও মেয়েই তাঁর সঙ্গে ডেট করতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। এই ‘প্রতারক’ তকমা বা চরিত্রের বিষয় নিয়ে তাঁর ওপর বসানো ট্যাগগুলি আসলেই মিডিয়া প্রসূত। এবং যদি সে এইরকম হয়েও থাকে, তাতে সমস্যা কী! যেকোনও মেয়েই তাঁর সঙ্গে ডেট করতে চাইবে, এখন করবেনা তো কী আমার বয়সে এসে করবে?’
সম্প্রতি নিখিল কামাথের একটি পডকাস্টে এসেছিলেন রণবীর কাপুর। এবং সেখানেই বিভিন্ন বিষয়ে আলোচনার সময়, তিনি তাঁর ‘ক্যাসানোভা’ তকমার বিষয় নিয়ে মুখ খোলেন, তিনি বলেন জীবনের একটি বড়ো সময় যখন তিনি বিভিন্ন সম্পর্কে জড়িয়ে ছিলেন, তাঁর পরিচয় তৈরী হয়েছিল বলিউডের দুই সফল বিখ্যাত অভিনেত্রীর বয়ফ্রেন্ড হিসাবে। তিনি এও বলেন ওনাকে জীবনের একটি বড়ো সময় এই ‘ক্যাসানোভা’ বলে ট্যাগ দেওয়া হয়েছিল, এবং কিছুক্ষেত্রে এখনও বলা হয়। কিন্তু সেই তকমা এখন আর তাঁকে মানসিকভাবে বিব্রত করতে পারে না।
আরও পড়ুন: Rahool Mukherjee Row:: রাহুলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ টেকনিশিয়ান গিল্ডের! আলোচনায় বসতে রাজি ফেডারেশন…
অপর একটি প্রসঙ্গে তিনি তাঁর স্ত্রী আলিয়ার ব্যাপারে বলেন যে, আলিয়া আগে খুবই জোরে কথা বলত। এদিকে ছোটো থেকে বড়ো হওয়ার সময় তাঁর বাবার জোরে কথা বলা তাঁকে অনেকক্ষেত্রে বিব্রত করত। তাই আলিয়ার জোরে কথা বলা কখনই রণবীরের পছন্দ ছিল না। এবং সেই কারনেই এই অভ্যাস পরিবর্তন করার প্রচেষ্টা করেন আলিয়া। রণবীর তাঁর পডকাস্টে এই কথা স্বীকার করেন যে হঠাত্ করে জীবনের ৩০ বছরের একটি অভ্যাস পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। কিন্তু আলিয়া যে সেই প্রচেষ্টা করছে এটাই অনেক। তাঁর প্রয়াত বাবা ঋষি কাপুর এবং মা নীতু কাপুরের মধ্যে হওয়া ঘন ঘন তর্ক কীভাবে তাকে ছোটবেলায় আঘাত করেছিল, বিশেষ করে তার বাবার চেঁচিয়ে কথা বলা, এই নিয়ে মুখ খোলেন অভিনেতা।
২০০৭-০৯ পর্যন্ত দুইবছর ধরে দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর। সেই প্রেমের সম্পর্কে ইতি পড়লেও থেমে থাকেননি অভিনেতা। ২০১০-২০১৬ পর্যন্ত ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। শেষমেষ ২০২২ সালে আলিয়ার সঙ্গে সাতপাকে বাধা পড়েন বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ রণবীর কাপুর। সেই বছরেই তারকা দম্পতির জীবনে আসে তাদের ছোট্ট মেয়ে ‘রাহা’। সাক্ষাত্কারে খোলামেলা রণবীরের বিভিন্ন মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে জল্পনা। কিছুদিন আগেই আলিয়া জানিয়েছিলেন গাঢ় রঙের লিপস্টিক পড়া অপছন্দ করেন রণবীর। তাই তিনি ডার্ক শেডের লিপস্টিক পড়াই ছেড়ে দেন। সেই বিষয়কে কেন্দ্র করে রণবীরকে নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার হতে হয়েছিল। এবার ফের জোরে কথা বলা, আলিয়ার স্বাধীনতা যেন প্রশ্নের মুখে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)