NOW READING:
Ranbir Kapoor: মেয়ের জন্মদিনে ‘ডবল’ ধামাকা! দুই পর্ব নিয়ে পর্দা কাঁপাবে রণবীরের রামায়ণ…
November 6, 2024

Ranbir Kapoor: মেয়ের জন্মদিনে ‘ডবল’ ধামাকা! দুই পর্ব নিয়ে পর্দা কাঁপাবে রণবীরের রামায়ণ…

Ranbir Kapoor: মেয়ের জন্মদিনে ‘ডবল’ ধামাকা! দুই পর্ব নিয়ে পর্দা কাঁপাবে রণবীরের রামায়ণ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যানিমালের পর থেকে রণবীরকে নিয়ে ফ্যানেদের আশা দ্বিগুণ বেড়ে গিয়েছে। রামায়ণ ছবি নিয়ে প্রথম থেকে শোরগোল পড়ে গিয়েছে। রণবীরকে রাম অবতারে দেখার জন্য সবার এক আলাদা উত্তেজনা। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই জানা গিয়েছিল, এর জন্য রণবীর নিজের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসার চেষ্টায় রয়েছেন। বুধবার রণবীরের মেয়ে রাহার দুবছরের জন্মদিন। এদিন নির্মাতারা ছবি মুক্তির তারিখ সামনে নিয়ে এসেছে। শুধু তাই নয়, এই ছবি মুক্তি পাবে দুটি পর্বে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই তারিখ ঘোষণা করলেন ছবির প্রযোজক নমিত মলহোত্রা।

একটি মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে আর দ্বিতীয়ভাগ মুক্তি পাবে ২০২৭ সালের দিওয়ালিতে। জানা গিয়েছে, নীতীশ তিওয়ারির পরিচালনায় এই চলচ্চিত্রটি ৮০০ কোটি টাকারও বেশি বাজেটে তৈরি হচ্ছে। নির্মাতারা সম্প্রতি একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন, যেখানে ছবিটির সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন।

ছবির প্রযোজক নমিত মালহোত্রা ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছেন, ‘এক দশকেরও বেশি আগে, আমি একটি মহাকাব্যিক প্রচেষ্টা শুরু করেছিলাম, যা ৫০০০ বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করেছে। আজ আমি এটি সুন্দরভাবে রূপ নিতে দেখে রোমাঞ্চিত। আমাদের দল অক্লান্ত পরিশ্রম করছে আমাদের ইতিহাস, আমাদের সত্য এবং আমাদের সংস্কৃতি বিশ্বব্যাপী মানুষের কাছে আমাদের ‘রামায়ণ’-এর সবচেয়ে খাঁটি সংস্করণ উপস্থাপন করার জন্য।’

উল্লেখ্য, ছবির শ্রীরামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে, এবং রাবণের ভূমিকায় দেখা যাবে ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশকে। কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, হনুমানের চরিত্রে সানি দেওল এবং মন্থরার চরিত্রে দেখা যাবে শিবা চাড্ডাকে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও স্টারকাস্টের নাম উল্লেখ করা হয়নি। শ্যুটিং চলাকালীন ছবির সেট থেকে রণবীর ও সাই পল্লবীর লুক ফাঁস হয়, যা নেটপাড়ায় ঝড় তুলেছিল। 

আরও পড়ুন:Rappa Roy Comics in Cinema: কমিক্সের পাতা থেকে এবার বড়পর্দায় রাপ্পা রায়, নেটপাড়ায় অন্য চমক স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায়ের…

আগেই জানা গিয়েছিল, ছবির জন্য রণবীর কন্ঠস্বর এবং উচ্চারণের ট্রেনিং থেকে শুরু করে এমনকি মদ-মাংস ত্যাগ করেছেন। অভিনেতার যুক্তি তিনি নিজেকে মন থেকে শুদ্ধ করতে চান। তবেই তিনি রামের চরিত্রে নিজেকে পুরোপুরিভাবে সমর্পন করতে পারবেন। সেই কথা মাথায় রেখেই এমন কঠিন সিদ্ধান্ত অভিনেতার। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link