NOW READING:
Ranbir-Alia: কিশোর কুমারকে চিনতেন না আলিয়া! মঞ্চে স্ত্রীকে নিয়ে মশকরা করে ট্রোলড রণবীর…
November 25, 2024

Ranbir-Alia: কিশোর কুমারকে চিনতেন না আলিয়া! মঞ্চে স্ত্রীকে নিয়ে মশকরা করে ট্রোলড রণবীর…

Ranbir-Alia: কিশোর কুমারকে চিনতেন না আলিয়া! মঞ্চে স্ত্রীকে নিয়ে মশকরা করে ট্রোলড রণবীর…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরিয়ারের শুরুতে রাষ্ট্রপতির নাম বলতে না পারায় খবরের শিরোনামে উঠে এসেছিলেন আলিয়া ভাট। তার প্রায় এক দশক পর সম্প্রতি ইফির মঞ্চে এসে রণবীর কাপুর বলে বসলেন যে প্রখ্যাত সংগীতশিল্পী কিশোর কুমারকে একসময় চিনতেন না বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই তথ্য প্রকাশ্যে আনতেই শুধুমাত্র আলিয়া নন, ট্রোলের মুখে পড়লেন রণবীরও। 

আরও পড়ুন- Winkle Twinkle: রাজনৈতিক টানাপোড়েনে ঋত্বিক-পরমব্রত! ব্রাত্যর ‘উইঙ্কেল টুইঙ্কেল’ নিয়ে পর্দায় সৃজিত…

রবিবার, ২৪ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হন রণবীর কাপুর। এবছর এই ফেস্টিভ্যালে রণবীরের ঠাকুরদা তথা প্রখ্যাত পরিচালক ও প্রযোজক রাজ কাপুরের জন্মশতবর্ষ উদযাপন করা হচ্ছে। সেই উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ইফিতে। সেই মঞ্চে কথোপকথনের মাঝেই স্ত্রীকে নিয়ে এই মন্তব্য করে বসেন রণবীর।

রণবীর কাপুর বলেন, “আমরা রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করব। সারা ভারতে আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে সেই ফিল্ম ফেস্ট। রাজ কাপুরের ১০টি সিনেমা দেখানো হবে। পুরনো সিনেমা বা পুরনো তারকা নিয়ে কথা বলার মাঝেই আলিয়ার উদাহরণ টেনে আনেন রণবীর কাপুর। অভিনেতা বলেন, “আমার মনে আছে, আলিয়ার (আলিয়া ভাট) সঙ্গে যখন প্রথম দেখা হয়, তখন সে জিজ্ঞাসা করেছিল— ‘কিশোর কুমার কে?’ এটিই জীবন চক্র, মানুষ ভুলে যায়। কিন্তু শিকড় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। শুধু রাজ কাপুরকে নয়, আরো অনেক নির্মাতা, অভিনেতা আছেন যাদের মনে রাখা উচিত, উদযাপন করা উচিত।”

আরও পড়ুন- Pori Moni: ‘এই মৃত্যু মেনে নেওয়া কষ্টের…’, প্রাক্তনের মৃত্যুতে শোকস্তব্ধ পরীমণি!

ঝড়ের গতিতে রণবীর কাপুরের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আলিয়ার অজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তবে কেন সর্বভারতীয় একটি মঞ্চে স্ত্রীর অজ্ঞতা নিয়ে বেফাঁস মন্তব্য করলেন রণবীর, তা নিয়েও কটাক্ষের মুখে পড়েন অভিনেতা। কেউ কেউ লেখেন স্ত্রীকে নিয়ে মশকরা করার কী দরকার ছিল রণবীরের। কেউ আবার তাঁকে ‘বাজে স্বামী’ বলেও দাগিয়ে দেন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link