<p>ABP Ananda Live: উত্তর দিনাজপুরের ইসলামপুরে রামনবমীর মিছিল। রামনবমী উদ্‍যাপন সমিতি ও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ইসলামপুর শহরজুড়ে ৬ কিলোমিটার র‍্যালি। কড়া পুলিশি নিরাপত্তা, গতকাল পুলিশ রুটমার্চ করেছে। বিহার থেকে ইসলামপুরে ঢোকার রাস্তায় নাকা তল্লাশি চলে।</p>
<p> </p>
<p> </p>
<p>কলকাতায় রামনবমীর মিছিল ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। পিছিয়ে নেই জেলাও। বাংলার বিভিন্ন জেলাতেই রবিবার রামনবমীর মিছিল। গত দুই বছরের মতো এবছরও যাতে কোনও অশান্তি না বাঁধে, তাই নিয়ে তৎপর পুলিশও। হাইকোর্টের অনুমতি পেয়ে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় রবিবার দুই সংগঠনের মিছিল। আর সেই মিছিল ঘিরে সাজো সাজো রব হাওড়ায় । কিছুক্ষণ পরেই সুকান্ত মজুমদার যোগ দিতে পারেন মেগা-মিছিলে। অন্যদিকে মধ্য হাওড়ায় ইতিমধ্যেই পথে সজল। </p>
<p>শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে শুরু হয় অঞ্জনিপুত্র সেনার মেগা ‍র‍্যালি। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও । মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর সন্ধ্যাবাজার যাবে হাওড়া ময়দানে। পুলিশে ছয়লাপ গোটা এলাকা। রয়েছে ব়্যাফ। <a title="কলকাতা হাইকোর্ট" href="https://bengali.abplive.com/topic/calcutta-high-court" data-type="interlinkingkeywords">কলকাতা হাইকোর্ট</a>ের নির্দেশ দিয়েছে, অঞ্জনিপুত্র সেনা ও বিশ্ব হিন্দুু পরিষদ, দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১ হাজার লোক নিয়ে মিছিল করতে পারবে। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনিপুত্র সেনা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে। দুটি মিছিলের রুটও নির্দিষ্ট করে দিয়েছে হাইকোর্ট।</p>
Source link
উত্তর দিনাজপুরের ইসলামপুরে রামনবমীর মিছিল, শহরজুড়ে ৬ কিলোমিটার র্যালি
