<p>ABP Ananda Live: রবিবার রামনবমী নিয়ে চড়ছে পারদ, পথে নামলেন সিপি। চিৎপুরে রামনবমীর প্রস্তুতি খতিয়ে দেখলেন মনোজ বর্মা। রবিবার রামনবমী, তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে পথে নামলেন খোদ পুলিশ কমিশনার মনোজ বর্মা। প্রস্তুতি খতিয়ে দেখতেন চিৎপুর এলাকা।</p>
<p> </p>
<p> </p>
<p>ঢোলাহাট বিস্ফোরণ-কাণ্ডে এবিপি আনন্দর হাতে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, গত ২৪ মার্চ বাটানগরে বাজি নির্মাতা-বিক্রেতাদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন। সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ ফ্যাক্টরিজ, পুলিশ সূত্রে খবর।</p>
<p>ছবিতে দেখা যাচ্ছে, বাজি সংক্রান্ত সাবধানতামূলক সেই শিবিরে অংশ নিয়েছিলেন চন্দ্রকান্ত বণিক। বাজির বিপদ কীভাবে এড়াতে হয়, তার পাঠ নেওয়ার এক সপ্তাহের মধ্যে বাজি ব্যবসায়ীর বাড়িতেই উলটপুরাণ!বাজির বিপদ সম্পর্কে সব জেনেও কীভাবে তিনি নিজের বাড়িতেই বিপুল বাজি মজুত করলেন? এখানেই উঠেছে প্রশ্ন।</p>
Source link
রবিবার রামনবমী, তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে পথে নামলেন খোদ পুলিশ কমিশনার
