ABP Ananda Live: কাল রামনবমী। শহর থেকে জেলা, পোস্টারে পোস্টারে ছয়লাপ। অশান্তি রুখতে কড়া পুলিশ। সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের ১০ পুলিশ জেলা ও কমিশনারেট। দায়িত্বে ২৯ জন IPS। কাল কলকাতায় ছোট বড় মিলিয়ে ৫৯টি রামনবমীর মিছিল। ৫টি বড় শোভাযাত্রায় বিশেষ নজরদারি। বহুতল নজরদারি, উড়বে ড্রোন। নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া মিছিল করলে আইনি পদক্ষেপ করবে পুলিশ। কাল রামনবমীর শোভাযাত্রায় মালদা ও মুর্শিদাবাদে হামলার আশঙ্কা, প্রধানমন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের। রামনবমীর আগের দিন গেরুয়া পতাকায় ছয়লাপ কলকাতা। রেড রোড চত্বর, রাজভবনের সামনে, পিটিএস ও বিধানসভার সামনে জয় শ্রীরাম লেখা পতাকা। পাড়ায় পাড়ায় পোস্টার। রামনবমী নিয়ে তুঙ্গে ধর্মযুদ্ধ। বিজেপির পাল্টা ময়দানে তৃণমূল। আলমবাজার সহ বিস্তীর্ণ এলাকায় সৌগত রায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার, ব্যানার।