NOW READING:
কাল রামনবমী। শহর থেকে জেলা, পোস্টারে পোস্টারে ছয়লাপ। অশান্তি রুখতে কড়া পুলিশ
April 5, 2025

কাল রামনবমী। শহর থেকে জেলা, পোস্টারে পোস্টারে ছয়লাপ। অশান্তি রুখতে কড়া পুলিশ

কাল রামনবমী। শহর থেকে জেলা, পোস্টারে পোস্টারে ছয়লাপ। অশান্তি রুখতে কড়া পুলিশ
Listen to this article


ABP Ananda Live: কাল রামনবমী। শহর থেকে জেলা, পোস্টারে পোস্টারে ছয়লাপ। অশান্তি রুখতে কড়া পুলিশ। সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের ১০ পুলিশ জেলা ও কমিশনারেট। দায়িত্বে ২৯ জন IPS।  কাল কলকাতায় ছোট বড় মিলিয়ে ৫৯টি রামনবমীর মিছিল। ৫টি বড় শোভাযাত্রায় বিশেষ নজরদারি। বহুতল নজরদারি, উড়বে ড্রোন। নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া মিছিল করলে আইনি পদক্ষেপ করবে পুলিশ।  কাল রামনবমীর শোভাযাত্রায় মালদা ও মুর্শিদাবাদে হামলার আশঙ্কা, প্রধানমন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের। রামনবমীর আগের দিন গেরুয়া পতাকায় ছয়লাপ কলকাতা। রেড রোড চত্বর, রাজভবনের সামনে, পিটিএস ও বিধানসভার সামনে জয় শ্রীরাম লেখা পতাকা। পাড়ায় পাড়ায় পোস্টার।  রামনবমী নিয়ে তুঙ্গে ধর্মযুদ্ধ। বিজেপির পাল্টা ময়দানে তৃণমূল। আলমবাজার সহ বিস্তীর্ণ এলাকায় সৌগত রায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার, ব্যানার।



Source link