NOW READING:
রামনবমীর মিছিল মেচেদাতে, কাঁকিনাড়ায় মিছিল অর্জুনের
April 6, 2025

রামনবমীর মিছিল মেচেদাতে, কাঁকিনাড়ায় মিছিল অর্জুনের

রামনবমীর মিছিল মেচেদাতে, কাঁকিনাড়ায় মিছিল অর্জুনের
Listen to this article



<p>ABP Ananda LIVE: রামভক্ত হিসেবে আমরা রাস্তায় আছি: অর্জুন সিং । রামনবমী পালন ঘিরে রাজ্যে প্রতিযোগিতা। বিজেপি-VHP-র একের পর এক মিছিল। সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস শুভেন্দুর। রাস্তায় তৃণমূলও। নামলেন কুণাল-শতাব্দী। হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া &zwj;র&zwj;্যালি। শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা &zwj;র&zwj;্যালি। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর সন্ধ্যাবাজার হয়ে যাবে হাওড়া ময়দানে। পুলিশে ছয়লাপ গোটা এলাকা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মিছিলের অনুমতি পেয়েছে বিশ্বহিন্দু পরিষদও। হাইকোর্টের নির্দেশ, দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১ হাজার লোক নিয়ে মিছিল করা যাবে। মিছিলে প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে।&nbsp; হাওড়া, বারাসাত বহরমপুরে হাতে অস্ত্র নিয়ে মিছিল। জায়গায় জায়গায় পুলিশে পুলিশে ছয়লাপ। : হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া &zwj;র&zwj;্যালি । শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা &zwj;র&zwj;্যালি।</p>



Source link