NOW READING:
KKR | IPL 2025: ‘প্রতি তিনবছর অন্তর এভাবে…’! কেকেআর তারকা ফুঁসছেন, সাফ জানালেন তাঁর দাবি
April 1, 2025

KKR | IPL 2025: ‘প্রতি তিনবছর অন্তর এভাবে…’! কেকেআর তারকা ফুঁসছেন, সাফ জানালেন তাঁর দাবি

KKR | IPL 2025: ‘প্রতি তিনবছর অন্তর এভাবে…’! কেকেআর তারকা ফুঁসছেন, সাফ জানালেন তাঁর দাবি
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত সোমবার রাতে ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সকে পিষে আইপিএলের প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পরপর দুই ম্যাচ হারা মুম্বই ফিরেছে একেবারে রাজার মতো। কেকেআরকে আট উইকেটে হারিয়েছেন হার্দিক পাণ্ডিয়ারা। অজিঙ্কা রাহানেরা টস হেরে প্রথমে ব্যাট করেছিলেন। মাত্র ১৬.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে গিয়েছিল কেকেআর! মুম্বই সেই রান ১৩ ওভারের ভিতর তাড়া করে জিতে গিয়েছিল। খেলার শেষে কেকেআর তারকা ব্যাটার রমনদীপ সিং ( Ramandeep Singh) তাঁর দলের কাছে একটিই অনুরোধ করেছে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

রমনদীপ এমআইয়ের বিরুদ্ধে ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন, ১২ বলে দুই ছক্কার সাহায্যে ২২ রান করেছিলেন তিনি। শেষের দিকে ব্যাট করতে নামা রমনদীপ হাসতে হাসতে বলেন, ‘আমি তো চাই আমাকে ওপেন করাক। আমি তো সেই চেষ্টাতেই থাকি।’ কিন্তু এরপরেই খানিক থেমে তিনি বলেন, ‘আমাদের দলের নির্দিষ্ট কম্বিনেশন আছে, দল ঠিক যেখানে চাইবে আমি সেখানেই ব্যাট করতে প্রস্তুত। আমি ম্যাচ জেতানো ইনিংস উপহার দিতেই চাই।’ 

রমনদীপ সাফ জানিয়েছেন যে, তাঁর এই নিলামের বিষয়টি একেবারেই পছন্দ নয়, কারণ তা দলকে ভেঙে দিচ্ছে। এই প্রসঙ্গে রমনদীপ বলেন, ‘মেগা নিলাম হতাশাজনক। একটা কম্বিনেশন সেট হয় এবং তারপর প্রতি তিন বছর অন্তর তা বদলাতে হয়। কিন্তু এটা কোনও অজুহাত নয়। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জয়ের কম্বিনেশন খুঁজে বের করতে হবে। আমরা সেই খোঁজেই রয়েছি।’
 
ওয়াংখেড়েতে একাই সব কেড়ে নিয়েছিলেন অশ্বিনী কুমার। ২৩ বছরের পঞ্জাবি পেসার অশ্বিনী এদিন ইতিহাস লিখলেন ওয়াংখেড়েতে। প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএল অভিষেকে তুলে নিলেন ৪ উইকেট। অজিঙ্কা রাহানে, আন্দ্র রাসেল, রিঙ্কু সিং ও মণীশ পাণ্ডের মতো ব্যাটাররা তাঁর শিকার হলেন। মোহালিতে জন্মানো অশ্বিনী শের-ই-পঞ্জাব টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁর পারফর্ম করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। তরুণ এই ফাস্ট বোলার ডেথ ওভারে বোলিং করার পরিচিত। ২০২৫ সালের আইপিএল মেগা নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ৩০ লক্ষ টাকায় কিনে নেয়। গতবছর তিনি পঞ্জাব কিংস দলের অংশ ছিলেন তবে একটিও ম্যাচও খেলার সুযোগ পাননি। ২০২২ সালে সৈয়দ মুসতাক আলি ট্রফিতে পঞ্জাবের হয়ে অভিষেক হয়েছিল অশ্বিনীর এবং চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। টুর্নামেন্টে ৮.৫ ইকোনমিতে তিন উইকেট নিয়েছিলেন। পাঞ্জাবের হয়ে দুটি প্রথম-শ্রেণির ম্যাচ এবং চারটি লিস্ট এ ম্যাচও খেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউটদের কুর্নিশ করতেই হয়। কখনও জসপ্রীত বুমরাকে তাঁরা খুঁজে নিয়ে আসেন তো কখনও ভিগনেশ পুথুর। আবার কখনও অশ্বিনী কুমার

আরও পড়ুন: আইপিএলে চিয়ারলিডারদের ম্যাচপিছু উপার্জন কত? আপনার ধারণারও বাইরে সেই অঙ্কের পরিমাণ

আরও পড়ুন: প্রথমবার চুক্তিতে তিন তরুণ তুর্কি, ব্রাত্যজনেরও লটারি! আর ৭ কোটি পাবেন ‘রো-কো’?

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link