কলকাতা: রামনবমী পালন নিয়ে হুঁশিয়ারির সুরে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। রামনবমী পালনের প্রসঙ্গ তুলে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর নিশানা করেন তিনি। এদিন শুভেন্দু বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে জয় শ্রীরাম গালি।’ !
‘নতুন করে পুলিশের দেওয়া কিছু ফিল আপ করবেন না’
এদিন শুভেন্দু বলেন, সবাইকে আবেদন করব, আপনারা প্রোটোকল মেনে, গত বছরের অনুমতির কাগজ সহ, পুলিশকে দেবেন। নতুন করে কোনও মমতা পুলিশের পাঠানো প্রোফর্মা ফিলাপ করবেন না। আমি রাজ্যের বিরোধী দলনেতা, ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার লোককে প্রতিনিধিত্ব করি। আমি এবং আমাদের বিজেপি এমএলএ-রা আপনাদের সম্পূর্ণভাবে Legal Protection দেব। আপনারা কেউ নতুন প্রোফর্মা ফিলাপ করবেন না। এবং গতবছরে যা হয়েছিল, একইভাবে এবারে উৎসব পালন করা হবে।’
‘মিছিলের সংখ্যা এতটাই হবে, গোটা রাজ্যের পুলিশ-সিভিক ভলান্টিয়ারকে কাজে লাগিয়েও আটকাতে পারবেন না’
তিনি আরও বলেন,’ মহাকুম্ভে ৬৬ কোটি মানুষ স্নান করেছেন। সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন। এবার মিছিলের সংখ্যা এতটাই হবে, গোটা রাজ্যের পুলিশ-সিভিক ভলান্টিয়ারকে কাজে লাগিয়েও আটকাতে পারবেন না। প্রত্যেকে রাস্তায় থাকব, রামনবমীর মিছিলে সামিল হব। হাওড়ায় শ্যামপুরে ৭ এপ্রিল মিছিল করব, ক্ষমতা থাকে আটকান। যাঁরা হিন্দুদের পাশে, তাঁরাই চেয়ারে’, রামনবমী পালন নিয়ে হুঁশিয়ারির সুরে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার।
‘ মুখ্যমন্ত্রীর কাছে জয় শ্রীরাম গালি..’
বিরোধী দলনেতার সংযোজন, ‘২০২৩ সালে রামনবমীর মিছিলে হামলা হয়, রিষড়া, শিবপুর, ডালখোলাতে হামলা। এই ঘটনায় আমার দায়ের করা মামলায় এনআইএ তদন্ত হয়। উস্কানি আসে রাজ্যের শাসক দল, পুলিশ ও মুখ্যমন্ত্রীর দিক থেকে। মুখ্যমন্ত্রীর কাছে জয় শ্রীরাম গালি। যোগেশচন্দ্র, হরিণঘাটায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে। দোলপূর্ণিমায় সাঁইথিয়ায় ইন্টারনেট সার্ভিস বন্ধ করা হয়েছে।’
আরও পড়ুন, আমি যখন দুর্গাপুজো, কালীপুজো করি তখন তো প্রশ্ন করেন না ! ফুরফুরা শরিফ থেকে প্রশ্ন তুললেন মমতা
আরও দেখুন