NOW READING:
রামনবমীতে মুখ্যমন্ত্রীকে জোর নিশানা শুভেন্দুর ! ‘ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন..’
April 6, 2025

রামনবমীতে মুখ্যমন্ত্রীকে জোর নিশানা শুভেন্দুর ! ‘ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন..’

রামনবমীতে মুখ্যমন্ত্রীকে জোর নিশানা শুভেন্দুর ! ‘ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন..’
Listen to this article


কলকাতা:  রামনবমী পালন ঘিরে রাজ্যে প্রতিযোগিতা। জেলায় জেলায় মিছিল শাসক ও বিরোধীদের। কোথাও লকেটদের মিছিলকে আটকেছে পুলিশ। কোথাও মিছিলে দেখা দিয়েছে উত্তেজনা। ঠিক এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন,ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন, সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন। ‘

এদিন শুভেন্দু অধিকারী বলেন, এই উৎসবকে নানাভাবে বানচাল করা হয়েছে। কিন্তু সনাতনীরা ধর্মপালনের ক্ষেত্রে কোনও বিধি নিষেধ মানবে না। আমরা কখনই এমন কোনও কাজ করব না, যেটা আইন ভঙ্গের পর্যায়ে পড়বে।  আমাদের ভজন কীর্তন, জয় শ্রীরামের স্লোগান, পুজোপাঠ, এবং নিরামিশ ভোজনগ্রহণ। এই যে পরম্পরা, হাজার হাজার বছরের পুরনো পরম্পরা। যেভাবে যুদ্ধ যুদ্ধ ভাব করা হচ্ছে, এটার কোনও প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী আজকেই, যেভাবেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন, রাম ছাড়াই রামনবমী। অথচ কয়েকদিন আগেই ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন, সমস্ত ধর্মীয় আবেগকে সম্মান দিয়ে। এটা করবেন না, আপনি সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন। আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি, ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর।’

আরও পড়ুন, ‘SSC-র চাকরি বাতিল ইস্যু ঘোরাতেই এই চেষ্টা..’ রামনবমীতে লকেটদের মিছিল আটকাল পুলিশ !

আরও দেখুন



Source link