NOW READING:
রামনবমীর প্রচারেও বিজেপির অস্ত্র কবিগুরু, পোস্টারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার
April 4, 2025

রামনবমীর প্রচারেও বিজেপির অস্ত্র কবিগুরু, পোস্টারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার

রামনবমীর প্রচারেও বিজেপির অস্ত্র কবিগুরু, পোস্টারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার
Listen to this article


কলকাতা: রামনবমীতে (Ram Nabami) এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক, রাজ্যজুড়ে হিন্দুত্বের বার্তা দিয়ে দেওয়াল লিখনের পর, এবার রামনবমীর (BJP Ram Nabami) দুদিন আগে কলকাতার পাইকপাড়ায় দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর ও সাহিত্য়িক এস ওয়াজেদ আলি-র ছবি সহ রামনবমীর ব্যানার। সেই নিয়েও রাজনীতির আঙিনায় চাপানউতোর শুরু।

পোস্টারে ছবি ব্যবহার: পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে নরেন্দ্র মোদি-অমিত শাহদের মুখে বারবারই ফিরে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। এবার রামনবমীর প্রচারেও বিজেপির অস্ত্র সেই কবিগুরু। রামনবমীর দুদিন আগে, কলকাতার পাইকপাড়ায় দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর ও সাহিত্য়িক এস ওয়াজেদ আলি-র ছবি সহ রামনবমীর ব্যানার। কোনওটায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির পাশে লেখা, ‘রামায়ণ-মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস, ভারতবর্ষের যাহা সাধনা, যাহা আরাধনা, যাহা সংকল্প তাহারই ইতিহাস এই দুই বিপুল মহাকাব্য।’ আবার কোনওটায়, এস. ওয়াজেদ আলির ছবি সহ লেখা, ‘আমি দিব্য চক্ষু পেয়েছি কৃত্তিবাসী রামায়ণের মধ্যে প্রকৃত ভারতবর্ষের, একটি নিখুঁত ছবি আমার চোখের সামনে ফুটে উঠল।’ এপ্রসঙ্গে বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সম্পাদক পিনাকী দে বলেন, “বাঙালির সঙ্গে রামনবমীর নিবিড় সম্পর্ক বোঝাতেই এই ব্যানার।”

বিজেপির এই কৌশল নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল। তৃণমূল বিধায়ক অতীন ঘোষ বলেন, “এখান থেকে বোঝা যাচ্ছে, বিজেপির যে ইস্যু, হিন্দুত্বের জাগরণ, সেটা খাচ্ছে না বলে এবার রবীন্দ্রনাথকে আনতে হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূলমন্ত্র ছিল, যে সর্বধর্ম মিলনক্ষেত্র এই ভারতবর্ষ, সেটাকেই ওখানে উল্লেখ করতে হচ্ছে, সেখানেই বিজেপির বা শুভেন্দুদের পরাজয়।” অন্যদিকে, উত্তর ও মধ্য কলকাতার পর এবার দক্ষিণ কলকাতায় এক ব্য়ানারে দেখা গেল নরেন্দ্র মোদি আর শুভেন্দু অধিকারীর ছবি। হাজরা মোড় থেকে রাসবিহারী, দেশপ্রিয় পার্ক থেকে গড়িয়াহাটের রাস্তায় দেখা গেল সেই ব্যানার।

এদিকে রামনবমী উপলক্ষ্য়ে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বেহালা, কাশীপুর বেলগাছিয়া থেকে সল্টলেক রামনবমী উদযাপন সমিতির নামে পড়ছে পোস্টার, ব্য়ানার, হোর্ডিং। শোভাযাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ বার্তা পৌঁছে যাচ্ছে হোয়াটসঅ্য়াপেও। রামনবমী উদযাপন সমিতির ব্য়ানারে মিছিলেই বিভিন্ন জায়গায় অংশ নেবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। সূত্রের খবর, রামনবমী উদযাপন সমিতির ব্য়ানারে ৩ হাজার মিছিল হবে রবিবার। দিকে দিকে ১ লক্ষ পুজোর আয়োজন করা হবে। এবার ৪০০-র বেশি নতুন মিছিল হচ্ছে। আগে যেসব জায়গায় হত সেখানেই শুধু অস্ত্র মিছিল হবে। নতুন মিছিলে অস্ত্র থাকবে না। 

আরও দেখুন



Source link