# Tags
#Blog

রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন, এবার নন্দীগ্রামে রামমন্দির তৈরির ঘোষণা শুভেন্দু অধিকারীর

রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন, এবার নন্দীগ্রামে রামমন্দির তৈরির ঘোষণা শুভেন্দু অধিকারীর
Listen to this article


বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: মুর্শিদাবাদের অলঙ্কার গ্রামে যেদিন রাম-মন্দিরের ভূমিপুজো, সেদিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দির তৈরির কথা ঘোষণা করলেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। রামনবমীর দিন হবে ভিত্তিপ্রস্তর স্থাপন। মন্দির ইস্যুতে শাসক দল তৃণমূল ও  বিজেপিকে বিঁধেছে বাম-কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

ঠিক এক বছর আগের ২২ জানুয়ারি সরযূর তীরে উৎসবের আবহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদি। বছর ঘুরতেই গেরুয়া শিবিরের নজরে রাম মন্দির। মুর্শিদাবাদের অলঙ্কার গ্রামে প্রায় ২ বিঘা জমির ওপর তৈরি হবে রাম-মন্দির। বুধবার সাগরদিঘিতে হল ভূমিপুজো। অন্য়দিকে রাম মন্দির তৈরির বর্ষপূর্তিতে বুধবার নন্দীগ্রামের ঠাকুরচক থেকে রেয়াপাড়া শিবমন্দির পর্যন্ত শোভাযাত্রা করেন শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা নন্দীগ্রামের সোনাচূড়ায় তৈরি হবে রামন্দির। ৬ এপ্রিল হবে ভিত্তিপ্রস্তর স্থাপন। গতকাল তিনি বলেন, “সোনাচূড়াতে একটি জায়গা আমাদের আছে। আড়াই বিঘা মতো, আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী ৬ এপ্রিল, রামনবমী দিন, সেখানে ভিত পুজোর মধ্যে দিয়ে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে, যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারব।”                                   

বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে ফের তৃণমূল বিজেপির মধ্য়ে মন্দির-মসজিদের রাজনীতির লড়াই। রাজনীতির ময়দানে মন্দির বনাম মসজিদ। একদিকে, শাসক দলের জগন্নাথ মন্দির, অন্যদিকে গেরুয়া শিবিরের রাম মন্দির। সিপিএম-কংগ্রেস দাবি করছে, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে, ভোটে ফায়দা তুলতে এটাই তো বিজেপি-তৃণমূলের বরাবরের কৌশল। কয়েকদিন আগেই দিঘায় ‘জগন্নাথ ধামের’ সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন, উদ্বোধন হবে সেই মন্দিরের। ধুমধাম করে করা হবে রথযাত্রা।

গতকালই মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাম-মন্দিরের ভূমিপুজো হয়। আমন্ত্রণ জানানো হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্য়মন্ত্রীকে। আমন্ত্রিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও। সাগরদিঘির অলঙ্কার গ্রামে প্রায় ২ বিঘা জমির ওপর তৈরি হবে রাম-মন্দির। রামলালার মূর্তি ও ফলক নিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে যান বঙ্গীয় হিন্দুসেনার প্রতিষ্ঠাতা-সভাপতি অম্বিকানন্দ মহারাজ। মুর্শিদাবাদে এই রামমন্দিরের জন্য জমি দিয়েছেন প্রাক্তন সেনাকর্মী। দান করেছেন ১১ শতক জমি। 

আরও পড়ুন: Narayan Goswami Comment Controversy: মঞ্চে অশালীন, মমতার তিরস্কারের পরে এবার শাস্তির মুখে নারায়ণ

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal