NOW READING:
স্মৃতি ইরানির ওজন নিয়ে বেফাঁস মন্তব্য রাম কপূরের, জনপ্রিয় অভিনেতা এবার বিতর্কে
July 6, 2025

স্মৃতি ইরানির ওজন নিয়ে বেফাঁস মন্তব্য রাম কপূরের, জনপ্রিয় অভিনেতা এবার বিতর্কে

স্মৃতি ইরানির ওজন নিয়ে বেফাঁস মন্তব্য রাম কপূরের, জনপ্রিয় অভিনেতা এবার বিতর্কে
Listen to this article


কলকাতা: একটা সময়ে রীতিমতো বেশি ওজনের ছিলেন তিনি। এতটাই বেশি ওজনের ছিলেন তিনি, যে তাঁর অভিনীত জনপ্রিয় একটি ধারাবাহিকের অন্যতম বিষয়বস্তুই ছিল তাঁর মোটা থাকা। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকে রাম কপূর (Ram Kapoor)-এর চরিত্রটাই এমন ছিল, যেখানে তিনি অনেকটা মোটা। সেই রাম কপূরকে এখন আর চেনা যায় না। অনেকটা ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। তবে এখন অনেকটাই ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। একাধিক কাজ করছেন, নিজের লুক একেবারেই পরিবর্তন করে ফেলেছেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন একটি ওয়েব সিরিজ, ‘মিস্ত্রী’। সেখানে নতুন লুকে দেখা গিয়েছে রামকে। 

তবে এখন রাম কপূর ওজন কমিয়ে রাম বেফাঁস মন্তব্য করে বসেছেন স্মৃতি ইরানি (Smriti Irani) -কে নিয়ে। স্মৃতি ইরানি ফের ধারাবাহিকে ফিরেছেন। আর এবার রাম কপূর তাঁর ওজন নিয়ে মন্তব্য করেছেন। সদ্য দেওয়া একটি মন্তব্যে ওজন কমানো ও কাজের সুযোগ নিয়ে মন্তব্য করেছেন। আর সেখানেই তিনি তুলে এনেছেন স্মৃতি ইরানির প্রসঙ্গ। এতে অবশ্য চটেছেন নেটিজেনরা। কিন্তু ঠিক কী বলেছেন রাম কপূর? 

স্মৃতি ইরানির সাফল্য নিয়ে রাম কপূর

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে রাম কপূর তাঁর ওজন হ্রাস নিয়ে কথা বলেছেন। আর এই প্রসঙ্গেই তিনি টেনে এনেছেন স্মৃতি ইরানির প্রসঙ্গ। তিনি বলেছেন, ‘স্মৃতি ইরানি একটা সময়ে আমার মতো চেহারারই ছিলেন। কিন্তু সেই চেহারা নিয়েও, স্মৃতি ইরানি আমার থেকে বেশি সাফল্য পেয়েছেন। তবে পার্থক্য একটাই, যে তিনি আগে শো ছেড়েছিলেন। কিন্তু ওজন কখনও তাঁর সাফল্যে বাধা হয়ে দাঁড়ায়নি।’

‘পুরুষদের জন্য সাফল্য পাওয়া কঠিন’

রাম কাপূর আরও, ‘যখন ‘কিউকি সাস ভি কভি বহু থি’ শেষ হয়েছিল, তখন তিনি (স্মৃতি) পরিণত ছিলেন। এই পার্থক্যটা আপনারা প্রথম বছর এবং শোয়ের শেষ বছরে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, তবে তিনি ততটাই সফল। পুরুষদের জন্য এটা করা কঠিন, তবে স্মৃতি-র মতো মহিলারা এটা করে দেখিয়েছেন।’

নেটিজেনরা ক্ষুদ্ধ রাম কপূরের মন্তব্যে

স্মৃতি ইরানিকে নিয়ে রাম কাপুরের এই মন্তব্য অনুরাগীদের একেবারেই পছন্দ হয়নি। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘উনি কী পাগল হয়ে গিয়েছেন?’ ‘এসব কী?’ অন্য একজন লিখেছেন, ‘এদের কী হয়েছে? একের পর এক এমন অদ্ভুত কথা কেন বলছেন? নাকি এরা সবসময় এমন ছিল, আর আমি এখন জানতে পারলাম?’ একজন বলেছেন, ‘দয়া করে কেউ এদের চুপ করান।’ প্রসঙ্গত, স্মৃতি ইরানি খুব শীঘ্রই একতা কাপুরের শো ‘কিউকি সাস ভি কভি বহু থি ২’-তে দেখা দেবেন।

 


 





Source link