জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে হইচই ফেলে দিয়েছেন হিন্দু তরুণ রাজেন্দ্র মেঘওয়ার। সিন্ধ প্রদেশের বাসিন্দা রাজেন্দ্রই হলেন দেশের প্রথম হিন্দু পুলিস অফিসার। গত ৬ ডিসেম্বর তিনি ফয়সলাবাদের গুলবার্গ এলকায় সহকারী পুলিস সুপারের পদে যোগ দিয়েছেন।
আরও পড়ুন-জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতে দিঘায় মুখ্যমন্ত্রী, কবে উদ্বোধন?
দেশের পুলিস সার্ভিসের এতবড় পদে চাকরি পেয়ে খুশি রাজেন্দ্র। পাক সংবাদমাধ্য়মে রাজেন্দ্র জানিয়েছেন, পুলিসে চাকরি করে তিনি দেশের সেবা করতে চান। পুলিসে কাজ করলে সাধারণ মানুষের সমস্যা খুব সহজেই করা যাবে। অন্য অনেক ডিপার্টমেন্ট যা করতে পারে না তা পুলিস খুব সহজেই করতে পারে।
সিন্ধের প্রত্যন্ত এক গ্রামের বাসিন্দা রাজেন্দ্রর লক্ষ্যই ছিল পুলিস সার্ভিসে যোগ দেওয়া। দারিদ্র ও কঠোর পরিশ্রমে ভর করে সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে রাজেন্দ্র। তার সহকর্মীদের দাবি, রাজেন্দ্র কাজে যোগ দেওয়ার পর দেশের সংখ্যালঘুদের সমস্যা আরও ভালোভাবে বোঝা যাবে।
এদিকে, রাজেন্দ্রর পাশাপাশি এবার পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছেন আরও এক সংখ্যালঘু পরীক্ষার্থী রুপমতী। রহিম ইয়ার খানের বাসিন্দা রুপমতী সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)