কলকাতা: মে মাস থেকে সাসপেন্ড। মিলছিল না কাজ। অভাবের তাড়নায় টালিগঞ্জের (Tollywood) স্টুডিওপাড়ার এক হেয়ার ড্রেসারের (Hair Dresser News) আত্মহত্যার চেষ্টার ঘটনায় শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠছে, স্বাস্থ্য ব্যবস্থায় যে ‘থ্রেট কালচার’-এর (Threat Culture) অভিযোগ তুলে সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, সেই হুমকি সংস্কৃতি কি ছড়িয়ে রয়েছে রূপালি দুনিয়াতেও? কী বলছেন অভিনেতা রজতাভ দত্ত (Rajatava Dutta)?
টলিউডেও ‘থ্রেট কালচার’? ‘অসুখ সারিয়ে’ ফেলার আশা দেখছেন রজতাভ?
হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রী-পরিচালকরা। পুঞ্জীভূত ক্ষোভ বাইরে বেরিয়ে এসেছে। কাজ কেড়ে নিয়ে দাদাগিরি-মাতব্বরির এই সংস্কৃতি অবিলম্বে বন্ধের পক্ষে সওয়াল করেছেন তাঁরা। এই প্রসঙ্গে অভিনেতা রজতাভ দত্ত, ‘আগে সাহিত্যে পড়তাম যে গ্রামের কাউকে একঘরে করা হত, সেরকম একটা ব্যাপার আবার দেখা যাচ্ছে। এই বিষয়টা অত্যন্ত ঘৃণ্য এবং নিন্দনীয়। এরকম ভয়ের বাতাবরণ কেন থাকবে? একজন মানুষের জন্মের সঙ্গে সঙ্গে নিজের মত প্রকাশের, প্রতিবাদ করার এবং নিজের ইচ্ছা মতো কাজ বেছে নেওয়ার অধিকার আছে। সেটাকে কোনওভাবেই যদি খর্ব করার চেষ্টা করা হয়, অন্য কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা কখনওই সমর্থন করা যায় না। বরং সেটা খুবই ভয়াবহ পরিস্থিতি।’
তবে সব খারাপের মধ্যেও আশার আলো দেখছেন অভিনেতা। তিনি বলছেন, ‘কিন্তু একইসঙ্গে আমি জীবন সম্পর্কে খুবই আশাবাদী। আমি মনে করি একটা অসুখকে যদি শনাক্ত করা যায় তাহলে সেটাকে সারিয়ে ফেলাটা তুলনামূলকভাবে সহজ। হয়তো অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রি বা কর্মক্ষেত্রেও এগুলো রয়েছে। আমাদের ক্ষেত্রে এত বেশি প্রচার পায়, যেহেতু আমাদের এমনি যে কোনও জিনিসই অনেক বেশি মানুষের সামনে চলে আসে। তা যেভাবেই আসুক না কেন, আমি মনে করি যে এই অসুখটাকে যখন চিহ্নিত করা গিয়েছে, এটাকে উন্মূলও করা যাবে।’
আরও পড়ুন: Alia Bhatt: ‘প্যারিস ফ্যাশন উইক’-এ ডেবিউ করলেন পর্দার ‘গঙ্গুবাঈ’! ব়্যাম্পে ঝলমলে আলিয়া
হেয়ার ড্রেসারের আত্মহত্য়ার চেষ্টার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে হেয়ার স্টাইলিস্টদের গিল্ড ‘সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন’ এবং ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার ভূমিকা। আর এই ফেডারেশনের মাথাতেই রয়েছেন স্বরূপ বিশ্বাস। আঙুল উঠেছে ‘সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন’-এর সভাপতি রিনা মণ্ডলের বিরুদ্ধে। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। অন্যদিকে ফেডারেশনের বক্তব্য, সংশ্লিষ্ট বিষয়ের জন্য় তৈরি সুরক্ষা বন্ধু নামে কমিটিকে বলা হয়েছে গোটা বিষয়টি কী হয়েছে দেখার জন্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন