NOW READING:
Rajasthan Shocker: জলের ট্যাঙ্কের ঢাকনা সরাতেই দেখা মিলল ১৭ দিনের মেয়ের লাশ, মাকে চাপ দিতেই….
March 19, 2025

Rajasthan Shocker: জলের ট্যাঙ্কের ঢাকনা সরাতেই দেখা মিলল ১৭ দিনের মেয়ের লাশ, মাকে চাপ দিতেই….

Rajasthan Shocker: জলের ট্যাঙ্কের ঢাকনা সরাতেই দেখা মিলল ১৭ দিনের মেয়ের লাশ, মাকে চাপ দিতেই….
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কন্যা সন্তান হয়েছিল। মেনে নিতে পারেনি খোদ মা। মাত্র ১৭ দিনের ফুটফুটে সেই শিশুকে তিনি ফেলে দিলেন জলের ট্যাঙ্ক। তারপর বন্ধ করে দিলেন ঢাকনা। গোটা বিষয়টি টের পেয়ে যায় তার স্বামী। তিনি সোজাসুজি চলে গিয়েছেন পুলিসে। স্ত্রীর বিরুদ্ধে সন্তান হত্যার মামলা করেছেন। ভয়ংকর এই ঘটনা ঘটেছে রাজস্থানের ঝুনঝুনু জেলায়।

গত রবিবার ওই ঘটনা ঘটেছে ঝুনঝুনু জেলার নয়াবাসের ৫৩ নম্বর ওয়ার্ডে। সেখানে নিশা সাইনি নামে এক গৃহবধূর বিরুদ্ধে ওই মারাত্মক অভিযোগ এনেছেন তাঁর স্বামী পঙ্কজ সাইনি। রবিবার বাড়ির লোকজন যখন মাঠে গিয়েছিলেন সেইসময় ওই কীর্তি করেন নিশা।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ঝুঝুনুর ডিএসপি জানিয়েছেন, মেয়েকে জলের ট্যাঙ্কে ফেলে দেওয়ার পর নিশা দেওরকে বলেন তিনি তারা শিশু সন্তানকে খুঁজে পাচ্ছেন না। ওই কথা বলার সঙ্গে সঙ্গেই শিশু সন্তানকে খোঁজাখুঁজি শুরু করে দেয় বাড়ির লোকজন। শেষপর্যন্ত বাড়ির একজন ছাদে জলের ট্যাঙ্কের ঢাকনা সরাতেই দেখা যায় জলে ভাসছে শিশুটির দেহ।

আরও পড়ুন-রূদ্ধশ্বাস অপেক্ষার ২৮৬ দিন, নিরাপদেই পৃথিবীতে সুনীতা উইলিয়ামস, উচ্ছ্বাস গুজরাটের গ্রামে

সন্তানকে কেউ নিয়ে চলে গিয়েছে। এমনটাই বাড়ির লোকজনের কাছে বলেছিল নিশা। কিন্তু বাড়ির লোক পাল্টা বলেন, তারা মাঠে কাজ করতে যাওয়ার সময়ে বাড়ির সদর দরজায় তালা দিয়ে গিয়েছিলেন। ফলে বাইরে থেকে কারও ভেতরে ঢোকার কোনও সম্ভাবনা নেই। এরপরই চাপ দেওয়া হয় নিশাকে। চাপের মুখে নিশা স্বীকার করে নেয় সে-ই ওই কাজ করেছে। কারণ তার আশা ছিল পুত্র সন্তান হবে। কিন্তু তা না হওয়ায় আর মাথার ঠিক রাখতে পারেনি।

আরও পড়ুন-পূর্ব আফ্রিকায় মহামারীর আকার নিয়েছে mpox, ভারতেও চোখ রাঙাচ্ছে সংক্রমক এই রোগ!

এদিকে, স্বামীর অভিযোগের ভিত্তিতে নিশার বিরুদ্ধে খুনে মামলা করা হয়েছে। সোমবার তাকে গ্রেফতার করে পুলিস। আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link