NOW READING:
IPL Match Fixing: ১২ বছর পর ফের কলঙ্কিত আইপিএল! উঠল ম্যাচ গড়াপেটার অভিযোগ, ভারতীয় ক্রিকেটে প্রলয়…
April 22, 2025

IPL Match Fixing: ১২ বছর পর ফের কলঙ্কিত আইপিএল! উঠল ম্যাচ গড়াপেটার অভিযোগ, ভারতীয় ক্রিকেটে প্রলয়…

IPL Match Fixing: ১২ বছর পর ফের কলঙ্কিত আইপিএল! উঠল ম্যাচ গড়াপেটার অভিযোগ, ভারতীয় ক্রিকেটে প্রলয়…
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সালটা ছিল ২০১৩। ঠিক ১২ বছর আগে স্পট ফিক্সিং কাণ্ডের জেরে কলঙ্কিত হয়েছিল আইপিএল তথা ভারতীয় ক্রিকেট। তিন ক্রিকেটার মুখ পুড়িয়ে ছিলেন। এস শ্রীসন্থ, অঙ্কিত চহ্বানের সঙ্গেই জড়িয়ে ছিল অজিত চাণ্ডিলার নাম। আজও কেউ ভোলেননি ২০১৩-র আইপিএলের কথা। ২০১৫ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) দুই বছরের জন্য আইপিএলে নির্বাসিত করেছিল। চলতি বছর আইপিএলের ১৮ তম (IPL 2025) সংস্করণ চলছে! এক যুগ পর ফেল আইপিএলে উঠল ম্যাচ গড়াপেটার অভিযোগ! আর অভিযুক্ত সেই রাজস্থানই!

আইপিএলের ৩৬ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস-লখনউ সুপার জায়ান্টস। ঠিক তিন দিন আগে খেলা হয়েছিল জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে। লখনউ টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রান তুলেছিল। শেষ ওভারের জয়ের জন্য মাত্র ৯ রান প্রয়োজন ছিল সঞ্জু স্যামসনদের। হাতে ছিল ৬ উইকেট। রুদ্ধশ্বাস এনকাউন্টারে রাজস্থান মাত্র ২ রানে হেরে যায়। আবেশ খান ডেথ ওভারে অসাধারণ বোলিং করেছিলেন। রাজস্থানের এই হারের পরেই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি অভিযোগ করেছেন যে রাজস্থান কিছু ‘ফাউল প্লে’ করেছে। যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: প্রথমবার চুক্তিতে ৪ তরুণ তুর্কি, ব্রাত্যজনদেরও জ্যাকপট! আর ৭ কোটি পাবেন ‘রো-কো’?

এক সর্বভারতীয় মিডিয়ায় দেওয়া সাক্ষাত্‍কারে জয়দীপ বলেন, ‘রাজস্থানের রাজ্য সরকার অ্যাডহক কমিটি নিযুক্ত করেছে। আমাদের কাজ বিশ্লেষণ করার পর, আমাদের পঞ্চমবারের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে। আমাদের মেয়াদে আমরা জেলা স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত সমস্ত প্রতিযোগিতা সফলভাবে পরিচালনা করেছি। তবে, আইপিএল আয়োজনের সময়েই তা স্পোর্টস কাউন্সিলের নিয়ন্ত্রণে আসে। আইপিএলের জন্য, বিসিসিআই প্রথমে শুধুই আরসিএকে একটি চিঠি পাঠিয়েছিল। স্পোর্টস কাউন্সিল এবং আরআর অজুহাত দিয়েছিল যে, আমাদের সোয়াই মানসিং স্টেডিয়াম থেকে কোনও মৌ নেই। যদি মৌ না থাকে, তাহলে কী? আপনি প্রতি ম্যাচের জন্য স্পোর্টস কাউন্সিলকে অর্থ প্রদান করছেন না?’

রাজস্থানের মালিক রাজ কুন্দ্রাও বেটিংয়ে ধরা পড়েছিলেন,চেন্নাই সুপার কিংসের সঙ্গেই তাদেরও ২০১৬ এবং ২০১৭ মরসুমে আইপিএলে নিষিদ্ধ করা হয়েছিল। জয়দীপ তাই বিসিসিআই এবং অন্যান্য সংস্থাগুলিকে পরিস্থিতি পর্যালোচনা করার আহ্বান জানিয়ে এই বিষয়ের তদন্তের দাবি জানিয়েছেন। এছাড়াও, জয়দীপের আরও অভিযোগ যে, ভিত্তিহীন অজুহাতে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আইপিএলের আয়োজন থেকে দূরে রাখা হয়েছে। পাশাপাশি লখনউয়ের কাছে ঘরের মাঠে ওভাবে হারের পিছনেও তিনি ম্যাচ গড়াপেটার গন্ধ পেয়েছেন। 

রাজস্থানের ঊর্ধ্বতনকর্তা দীপ রায় স্পষ্টভাবে জয়দীপের বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘মিথ্যা, ভিত্তিহীন এবং কোনও প্রমাণ ছাড়াই’ বলে দিয়েছেন। রাজস্থানের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অ্যাডহক কমিটির আহ্বায়কের করা সমস্ত অভিযোগ আমরা প্রত্যাখ্যান করছি। এই ধরনের প্রকাশ্য বক্তব্য কেবল বিভ্রান্তিকরই নয় বরং রাজস্থান রয়্যালস, রয়্যাল মাল্টি স্পোর্ট প্রাইভেট লিমিটেড (আরএমপিএল), রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআই-এর সুনাম এবং বিশ্বাসযোগ্যতার গুরুতর ক্ষতি করেছে। এগুলি ক্রিকেটের অখণ্ডতাকেও কলঙ্কিত করে।’ 

ফ্র্যাঞ্চাইজি জোর দিয়ে জানিয়েছে যে, রাজ্য সংস্থা এবং রাজ্য সরকারের সঙ্গে তাদের ১৮ বছরের অংশীদারিত্ব। এবং বিসিসিআইয়ের নির্দেশিকা অনুসারেই তারা কাজ করে। বিসিসিআইয়ের বর্তমান ব্যবস্থা অনুসারে, রাজস্থান স্পোর্টস কাউন্সিলের চলতি মরসুমে জয়পুরে আইপিএল ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক অধিকার রয়েছে। রয়্যালস স্পষ্ট করে জানিয়েছে যে তারা টুর্নামেন্টের সফল পরিচালনা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের নির্দেশনায় কাউন্সিল এবং বিসিসিআই উভয়ের সঙ্গেই সমন্বয় করে কাজ করছে। এর আগে, জয়দীপ বলেছিলেন, আরসিএ রাজ্যে আইসিসি-বিসিসিআই আন্তর্জাতিক ম্যাচ এবং প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করেছে। কিন্তু জয়পুরে অনুষ্ঠিত আইপিএল ম্যাচ থেকে সরকার কর্তৃক গঠিত অ্যাডহক কমিটিকে দূরে রেখে, ক্রীড়া পরিষদ ক্রীড়া স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাজ্য ক্রীড়া পরিষদ. আরসিএ অ্যাডহক কমিটিকে আইপিএল আয়োজন থেকে দূরে রেখেছে। তারা ইভেন্টের সঙ্গে সম্পর্কিত সদস্যদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ডও তৈরি করে দেয়নি বলে অভিযোগ করেছিলেন তিনি।

আরও পড়ুন: ‘ওরা তো এখন ছুটি কাটাতে আসে ভারতে…’! ২ মহাতারকাকে সোজা মাঠের বাইরে পাঠালেন বীরু

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link