NOW READING:
দেবীপক্ষে নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপন, সিদ্ধান্ত নির্যাতিতার সহকর্মীদের
October 1, 2024

দেবীপক্ষে নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপন, সিদ্ধান্ত নির্যাতিতার সহকর্মীদের

দেবীপক্ষে নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপন, সিদ্ধান্ত নির্যাতিতার সহকর্মীদের
Listen to this article


কলকাতা: মহালয়ার দিন আর জি কর মেডিক্য়াল কলেজ (R G Kar News) হাসপাতালে নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সহকর্মীরা। নিহত চিকিৎসকের বাবা-মায়ের হাতেই ভাস্কর্যের উন্মোচন হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।

আবক্ষ ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত: চরম নৃশংসতার শিকার হয়ে, চলে যেতে হয়েছে আর জি কর মেডিক্যালের তরুণী চিকিৎসককে। মেয়ের এই নৃশংস পরিণতি মেনে নেয়নি গোটা দেশ। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদের আগুন জ্বলছে শহর থেকে জেলায়। রাত পোহলেও দেবীপক্ষ। তবে মায়ের আগমণী বার্তাও মেয়ের শোক ভোলাতে পারছে না। মহালয়ার দিনই, নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সহকর্মীরা। আর জি কর মেডিক্যাল কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে মার্বেলের বেদীর উপরে বসছে নিহত চিকিৎসকের ফাইবার গ্লাসের ভাস্কর্য। মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র বলেন, “জুনিয়র ডাক্তাররা জানিয়েছে ২ তারিখ প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে সকাল ১১ টায় নির্যাতিতার মূর্তি বসানো হবে।”

নিহত চিকিৎসকের ফাইবার গ্লাসের ভাস্কর্য তৈরি করছেন পূর্ব মেদিনীপুরের মেচেদার বাসিন্দা শিল্পী অশোক সাঁই। আবক্ষ ভাস্কর্য উন্মোচনের পরই মহামিছিল ও মহাসমাবেশ রয়েছে জুনিয়র চিকিৎসকদের। এবিপি আনন্দর যুক্তি-তক্কো অনুষ্ঠানে, প্রথমবার নিহত তরুণী চিকিৎসকের মূর্তি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Protest: ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তররা

আরও দেখুন



Source link