NOW READING:
‘আমাদের দাবিকে মুখ্যমন্ত্রী নস্যাৎ করেছেন,’ পাল্টা চ্যালেঞ্জ নির্যাতিতার কাকিমার
September 10, 2024

‘আমাদের দাবিকে মুখ্যমন্ত্রী নস্যাৎ করেছেন,’ পাল্টা চ্যালেঞ্জ নির্যাতিতার কাকিমার

‘আমাদের দাবিকে মুখ্যমন্ত্রী নস্যাৎ করেছেন,’ পাল্টা চ্যালেঞ্জ নির্যাতিতার কাকিমার
Listen to this article


কলকাতা: আর জি কর (R G Kar News) হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগ নস্যাৎ করেছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে এবার জবাব দিল নির্যাতিতার পরিবার। ক্ষতিপূরণ ইস্যুতে পাল্টা প্রশ্ন ছুড়লেন নির্যাতিতার কাকিমা। 

প্রশ্ন ছুড়ল পরিবার: স্বাস্থ্যভবনের সামনে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা। সেই আন্দোলনে সামিল হয়েছিল নির্যাতিতার পরিবারও। এদিন নির্যাতিতার কাকিমা বলেন, “কী বলব সেটা বুঝতে পারছি না। ভাষা হারিয়ে ফেলছি। ৯ তারিখ দুপুর ২টোর পর থেকে পুরো পরিবার যে যে ঘটনার সাক্ষী হয়েছি, তা মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই জানেন। যেদিন আরজি করে গেছিলাম, সেদিন পরিবারের তরফে কিছু প্রশ্ন রেখেছিলাম। আমরা যে দাবি করি না কেন সেই দাবিকে মুখ্যমন্ত্রী নস্যাৎ করে বলছেন পরিবার মিথ্যা বলছে, কোনও ক্ষতিপূরণের কথা উনি বলেননি। গতকাল উনি বলেছেন পরিবার ক্ষতিপূরণ চেয়েছে। আমার আমাদের মেয়েকে হারিয়েছি ৯ তারিখ আর উনি গিয়েছেন ১২ তারিখ। উনি কথা বলেছেন বাবা-মার সঙ্গে। ওই পরিস্থিতিতে কোনও বাবা-মায়ের পক্ষ থেকে ক্ষতিপূরণ চাওয়া সম্ভব! উনি যে কথাটা বলেছিলেন যে যেহেতু চাকরিরত অবস্থায় আমাদের মেয়ে চলে গিয়েছে একটা ক্ষতিপূরণ আপনারা পাবেন। তখন তিলোত্তমার মা বলেছিলেন হ্যাঁ দিদি আমরা সেটা তখনই নেব যখন আমাদের মেয়ে সঠিক বিচার পাবে। কিন্তু উনি বলেছেন পরিবার ক্ষতিপূরণ দাবি করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা। উনি বলেছেন কোনও প্রমাণ আছে। তাহলে কি আমাদের উচিত ছিল ভিডিওগ্রাফি করে রাখা? উনি প্রমাণ দেখাতে পারবেন যে উনি দিতে চাননি বা পরিবার ক্ষতিপূরণ দাবি করেছে? আমাদের পরিবারের তরফ থেকে প্রশ্ন।” আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের স্যালুট। তোমরা পাশে থাকলে মেয়ের বিচার ঠিক পাব।” 

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? 

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকে বলে বেড়াচ্ছে, আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্য়া কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত।” এর আগে গত মাসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমি এটাও বলেছিলাম, দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন। যা টাকা লাগবে আমি দেব। একটা কমপেনসেশন, যারা বলছেন কমপেনসেশন দেওয়ার কথা, আমি বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ আমরা ১০ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। কিন্তু ওর মা যেটা আমার বলেছে, আমার পরিষ্কার করে বলা উচিত, যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলব।”

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: যে ভাষায় মেল, অপমানজনক… অনড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

আরও দেখুন



Source link