# Tags
#Blog

সবকিছুই তো মেনে নেওয়া হয়েছে, কিছু বলার থাকলে কোর্ট-সিবিআইকে বলুন: মুখ্যমন্ত্রী

সবকিছুই তো মেনে নেওয়া হয়েছে, কিছু বলার থাকলে কোর্ট-সিবিআইকে বলুন: মুখ্যমন্ত্রী
Listen to this article


কলকাতা: আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল বাংলা। ন্যায় বিচারের দাবিতে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। এরই মধ্য় গতকাল মাঝরাতে হাসপাতালে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। আন্দোলনের আঁচ তাতে আরও বেড়েছে। এনিয়ে এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বললেন,’পরিষেবা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন, কয়েকজন মারাও গেছেন। সবকিছুই তো মেনে নেওয়া হয়েছে, কিছু বলার থাকলে কোর্ট-সিবিআইকে বলুন।’

কী বললেন মুখ্যমন্ত্রী? 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কোর্ট দু-তিনটে কথা বলেছে, সিবিআই নির্দেশের পাশাপাশি বলেছে যাঁরা পরিষেবা দিচ্ছেন না তাঁরাও কাজে যোগ দিন। আমাদের তরফেও মুখ্যসচিব অনুরোধ জানিয়েছেন। আমিও অনুরোধ করেছি। যে ক্ষতি হয়েছে কাল আরজি করে যাঁরা এই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে গ্রামের গরিব লোকগুলো। তাঁদের ক্ষমতা নেই। তাঁরা বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পায়। স্বাস্থ্যসাথী কার্ড আছে। মৃত্যু হয়েছে কয়েকজনের। বিনা চিকিৎসায় বাচ্চা থেকে শুরু করে অন্তঃস্বত্ত্বা মায়েরও মৃত্যু হয়েছে। কিছু জুনিয়র ডাক্তার এবং সিনিয়র প্রফেসর ওপিডিতে পরিষেবা দিচ্ছেন। তাঁদের ধন্যবাদ জানাই। যাঁরা ধর্মঘটে আছেন, সবকিছুই তো মেনে নেওয়া হয়েছে। কিছু বলার থাকলে কোর্ট-সিবিআইকে বলুন। এক্ষেত্রে সাহায্য করা ছাড়া আর কিছু নেই। ২টো ফ্লোর ভেঙে দেওয়া হয়েছে। ওষুধ নষ্ট করে দেওয়া হয়েছে। সব ধ্বংস করে দিয়েছে। অনেক পরিকাঠামো নষ্ট করা হয়েছে। নতুন করে আর হবে কিনা জানি না। প্রচুর সরঞ্জামও নষ্ট করা হয়েছে। শুনেছি দু-একজন বলেছেন, চিকিৎসা পরিষেবা পাচ্ছি না আমরা আর এখানে থাকব না, বাড়ি নিয়ে যাব। আমরা চেষ্টা করব তাঁরা অন্য হাসপাতালে স্থানান্তর হতে চাইলে তা সাহায্য করা যায় কিনা।”

মাঝরাতে হামলার পর আতঙ্কিত RG কর মেডিক্যালে ভর্তি  রোগীরা। হাঁটুতে অস্ত্রোপচারের জন্য স্ত্রীকে ভর্তি করেছিলেন বাদুড়িয়ার বাসিন্দা। চোখের সামনে গতকালের তাণ্ডব দেখে আজই বন্ড সই করে রোগিণীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছেন তাঁর স্বামী। সন্তানকে ভর্তি করেছিলেন হাসপাতালে। গতকালের ঘটনায় বাবা এতটাই আতঙ্কিত যে, বাড়িতে রেখেই চিকিৎসা করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। RG কর মেডিক্যালে গতকাল রাতে যখন তাণ্ডব চালানো হয়, তখন জরুরি বিভাগের উল্টোদিকেই ছিলেন রোগীদের পরিবারের সদস্যরা। প্রাণ ভয়ে পালিয়েছিলেন তাঁরাও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee:’বাম-রাম একত্রিত হয়ে এটা করেছে,’ আরজি করে তাণ্ডব নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal