কেন্দ্র ও রাজ্যের সেটিং তত্ত্বই কি তাহলে সত্যি ? এইসব বিশ্লেষণে প্রশ্ন চিকিৎসকদের একাংশের

Estimated read time 1 min read
Listen to this article



<p><strong>সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা :</strong> আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। একমাত্র তাঁকেই অভিযুক্ত করে, চার্জশিট দেয় সিবিআই। শনিবার সেই সঞ্জয়কেই দোষী সাব্য়স্ত করে শিয়ালদা কোর্ট। তাঁর আমৃত্য়ু কারাদণ্ড ঘোষণা করল আদালত। এখানেই চিকিৎসকদের একাংশের প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের সেটিং তত্ত্বই কি তাহলে কোথাও সত্যি বলে ধরে নিতে হবে ?</p>
<p>আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনে, দোষী সঞ্জয় রায়কে সোমবার আমৃত্য়ু কারাদণ্ড দিল শিয়ালদা কোর্ট। কিন্তু, এই রায়ে হতাশ চিকিৎসকরা। এর আগে শনিবার শিয়ালদা কোর্ট যখন সঞ্জয় রায়কে দোষী সাব্য়স্ত করে, তখনও ২০টি প্রশ্ন তুলে, সেখানে লিফলেট বিলি করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।</p>
<p>আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।&nbsp;একমাত্র তাঁকেই অভিযুক্ত করে, চার্জশিট দেয় সিবিআই। শনিবার তাঁকে দোষী সাব্য়স্ত করল শিয়ালদা কোর্ট। এই প্রেক্ষাপটে জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছেন, কেন্দ্র ও রাজ্যের সেটিং তত্ত্বই কি তাহলে কোথাও সত্যি বলে ধরে নিতে হবে ?</p>
<p>মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র বলেন, "সঞ্জয় রায় একমাত্র দোষী নয়। এই যে গোটা খুনটা এই খুনের CFSL রিপোর্ট বলছে, যে আদৌ সেমিনার রুমে খুন হয়েছে কিনা প্রশ্ন রয়েছে। সেখানে ধস্তাধস্তির চিহ্ন নেই। ৪ জনের যে RO, DNA সেই DNA কাদের? রাত আড়াইটের পর থেকে ৯ অগাস্ট সিসিটিভিতে যে ৬৮ জনকে দেখা &nbsp;গেল সেই ৬৮ জনের মধ্যে সঞ্জয় রায় ছাড়া কারা ছিল? সেগুলোর কোনও উত্তর নেই। তাহলে অসংখ্য প্রশ্ন রয়েছে। প্রশ্ন রয়ে গেল…বিচার কিন্তু পাচ্ছি না আমরা।"</p>
<p>জুনিয়র ডাক্তারদের তরফে প্রশ্ন তোলা হয়েছে,&nbsp;অভয়ার পোস্টমর্টেম রিপোর্টে, মাথায় রক্তক্ষরণের উল্লেখ, যা সম্ভবত কঠিন surface-এ আঘাতের কারণে হতে পারে। কিন্তু, ম্যাট্রেসে গলা চেপে খুন করা হলে, scalp-এর নীচে রক্তক্ষরণ কীভাবে ?</p>
<p>জুনিয়র ডাক্তারদের দাবি, অভয়ার পোস্ট মর্টেমে যে বিপুল পরিমাণ আঘাতের উল্লেখ আছে, তা কোনও ভাবে একার পক্ষে অল্প সময়ে করা সম্ভব নয়। এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য স্নিগ্ধা হাজরা বলেন, "সঞ্জয় রায়ের শাস্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে। সেটা খুব ভাল কথা। কিন্তু আমাদের যে যে জায়গাতে সন্দেহ ছিল, যে এটা একজনের কাজ নয়, সম্ভবত এটা একজনের দ্বারা সম্ভব কিনা সেই নিয়ে আমাদের যা যা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর এখনও পেলাম না।"&nbsp;</p>
<p>ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আরও প্রশ্ন, চেস্ট ডিপার্টমেন্টের সিসিটিভিতে সঞ্জয় রায়-সহ অন্যদের দেখা গেলেও, বাকিদের চিহ্নিত করা হল না কেন ? তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি ?</p>
<p>তদন্ত নিয়ে প্রশ্ন তুলে, সেটিংয়ের অভিযোগে সরব হয়েছে বিরোধীরাও।&nbsp;</p>
<p>প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য় আইচ রায় বলেন, "একা সঞ্জয় রায় নয়, আর এর পেছনে আছে। বড় মাথার আছে। বড় মাথাদের খুঁজে বের করতে হবে।&nbsp; তাই, সন্দীপ ঘোষ, টালা থানার ওসিরা …এই তদন্তের সঙ্গে …কতটা তাদের দোষী সাব্যস্ত করা যাবে সেটা সিবিআইকে প্রমাণ করতে হবে। কারণ, কলকাতা পুলিশের অপারেশন ধামাচাপা এবং সিবিআইয়ের সেটাকে মান্যতা দেওয়াকে…এই দাদা-দিদির গল্পটা আবার নতুন করে উঠে আসছে।"&nbsp;</p>
<p>তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, যাঁরা যাঁরা আজ বলছেন, "এই এই প্রশ্ন , এই প্রত্যেকটাই তাঁদের আইনজীবীরী সুপ্রিম কোর্টে আলোচনা করেছেন। দফায় দফায় আইনজীবী চেঞ্জ করে বলেছেন। এখন <a title="সুপ্রিম কোর্ট" href="https://bengali.abplive.com/topic/supreme-court" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ও যদি তাঁদের এই বক্তব্য গ্রহণযোগ্য বলে মনে না করেন, তাঁদের ব্যক্তিগত এজেন্ডার উইশলিস্টগুলো মানুষকে গুলিয়ে দিতে ব্যবহার করাটা আনফর্চুনেট।"</p>
<p>সোমবার শিয়ালদা কোর্ট সঞ্জয় রায়কে আমৃত্য়ু কারাদণ্ড দেওয়ার পরও চিকিৎসকরা বলছেন, প্রশ্ন থেকেই গেল।&nbsp;</p>



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours