জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025) একেবারেই ছন্দে নেই চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা সিএসকে (CSK) প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে, যা দলের বিরাট সুনামের ক্ষেত্রে অস্বাভাবিক। দলের একমাত্র ইতিবাচক দিক হল আফগানিস্তানের বাঁ-হাতি রিস্ট স্পিনার নূর আহমেদের (Noor Ahamed) পারফরম্যান্স। চার ম্যাচে ১০ উইকেট নিয়ে এই মুহর্তে লিগে তিনি সর্বাধিক উইকেটশিকারি।
গত ৫ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের কাছে সিএসকে হারার পরেই, দলের স্টার স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলের (Ravichandran Ashwin’s YouTube channel) একটি ভিডিয়োতে নূর চূড়ান্ত সমালোচিত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিশ্লেষক প্রসন্ন, যিনি আবার অশ্বিনের খুবই কাছের মানুষ বলে জানা যায়। তিনি দিল্লি-চেন্নাই ম্যাচের পর বলেছেন, সিএসকে-র আফগান তারকাকে নেওয়াই উচিত হয়নি। ওই ম্যাচে নূর নিয়েছিলেন এক উইকেটই!
আরও পড়ুন: ২৪ বছরের স্টারকে ১৪ কোটি দিয়েছেন, না পেয়ে ‘অভুক্ত’ সুন্দরী মালকিন চরম হতাশ!
প্রসন্ন যুক্তি দিয়েছিলেন যে, যেখানে চেন্নাইয়ে অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা রয়েছেন, সেখানে সিএসকে নূরকে না খেলালে অতিরিক্ত এক ব্যাটারকে খেলাতে পারত। প্রসন্নের বক্তব্যে ঝড় উঠে গিয়েছে। টুর্নামেন্টের পার্পল ক্যাপধারীকে বাদ দেওয়ার মন্তব্য অনেকেই ভালো ভাবে দেখেননি। তা নিয়ে বিস্তর তর্ক-বিতর্কও হয়। বিতর্ক থামাতে এবার অশ্বিনই নামলেন আসরে। তিনি বিরাট বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন যে, তাঁর চ্যানেলে আইপিএলের বাকি মরসুমে সিএসকে-র ম্যাচ নিয়ে আর কোনও অনুষ্ঠানই হবে না।
অশ্বিনের চ্যানেলের অ্যাডমিনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘গত সপ্তাহে এই ফোরামে আলোচনার প্রকৃতি বিবেচনা করে, আমরা কীভাবে বিষয়গুলি ব্যাখ্যা করা যেতে পারে সে সম্পর্কে সচেতন থাকতে চাই এবং এই মরসুমে সিএসকে-র ম্যাচ কভার (প্রাক ও পরবর্তী ম্যাচ পর্যালোচনা) করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের অনুষ্ঠান থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসে! আমরা তার মূল্য দিই এবং আমাদের প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সততা এবং উদ্দেশ্যের সঙ্গে কথোপকথনের সত্যতা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অতিথিদের দ্বারা প্রকাশিত মতামত অশ্বিনের ব্যক্তিগত মতামতকে প্রতিফলিত করে না।’
অশ্বিনের ইউটিউব চ্যানেল নিয়ে যখন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিংকে প্রশ্ন করা হয়েছিল, তখন ফ্লেমিং বলেছিলেন, ‘দেখুন বন্ধু, আমার কোনও ধারণাই নেই এই বিষয়ে। আমি জানিই না যে, তার কোনও চ্যানেল আছে বলে। আমি ওসব জিনিস ফলোও করি না। এটা অপ্রাসঙ্গিক। আপনারা সবাই গুরুত্বপূর্ণ।’
কিংবদন্তি অফ স্পিনার অশ্বিনকে ৯.৭৫ কোটি টাকায় এবার নিয়েছে সিএসকে। ১০ বছর পর হলুদ জার্সি গায়ে চাপিয়েছেন অশ্বিন। ২০১৫ সালে শেষবার তিনি খেলেছিলেন এমএস ধোনিদের সঙ্গে। ৩৮ বছরের ক্রিকেটার ২০০৯ সালে সিএসকে-র হয়ে আইপিএলে অভিষেক করেছিলেন। ২০১০ এবং ২০১১ সালে তাদের পরপর দুটি ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সিএসকে ছাড়ার পর, অশ্বিন ২০১৬ এবং ২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টস (অধুনা বিলুপ্ত) হয়ে খেলেছিলেন এবং পরবর্তীতে পাঞ্জাব কিংস (২০১৮, ২০১৯) এবং দিল্লি ক্যাপিটালসে (২০২০, ২০২১) খেলেন।
আরও পড়ুন: দু’হাতে বল করে আইপিএল ইতিহাস, কাব্যের অস্ত্রাগারে কে এই ‘সব্যসাচী’?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)