NOW READING:
Allu Arjun | Pushpa 3: ঝুঁকে গা নেহি! নিজের রেকর্ড চুরমার করতে আসছে ‘পুষ্প 3: র‍্যাম্পেজ’…
March 17, 2025

Allu Arjun | Pushpa 3: ঝুঁকে গা নেহি! নিজের রেকর্ড চুরমার করতে আসছে ‘পুষ্প 3: র‍্যাম্পেজ’…

Allu Arjun | Pushpa 3: ঝুঁকে গা নেহি! নিজের রেকর্ড চুরমার করতে আসছে ‘পুষ্প 3: র‍্যাম্পেজ’…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘পুষ্পা ২’ (Pushpa 2) মুক্তির পর আমরা দেখেছি কোথাও প্রাণঘাতী দুর্ঘটনা তো কোথাও উচ্ছ্বাসিত দর্শকদের সামলাতে হিমশিম খাচ্ছে পুলিসরা। এছাড়াও কোথাও কোথাও প্রেক্ষাগৃহে আগুন জ্বালানোর মতোও ঘটনা ঘটছে। শুধু কী এখানেই শেষ! ছবির প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। এর জন্য ছবির নায়ক আল্লু অর্জুনকে (Allu Arjun) যেতে হয়েছে জেলেও। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

‘পুষ্পা ২’ নিয়ে যে হারে উচ্ছ্বাস প্রকাশ করেছে আল্লু অর্জুনের ভক্তরা তাতে নিঃসন্দেহে বলা যায়, ‘পুষ্পা ৩’ (Pushpa 3) মুক্তি পেলেও দর্শকদের মধ্যে এমনই উন্মাদনা আমরা আবার দেখতে পাবো। তখনও যে আবার পারদ চড়বে তা বলার আর অপেক্ষা রাখে না। 

‘পুষ্পা ২’ মু্ক্তির পরও ভক্তদের মধ্যের উচ্ছ্বাস কিন্তু একফোঁটাও কমেনি। আর সেই উচ্ছ্বাসেরই ছাই চাপা আগুনে ফুঁ দিয়ে জড়ালো করলো ‘পুষ্পা ৩’ -এর ঘোষণা। এই ঘোষণার পর থেকেই দর্শকদের মনের উন্মাদনার পারদ চড়ল খানিকটা। ছবির প্রযোজক রবি শঙ্কর (Ravi Shankar) ‘পুষ্পা ৩’-এর ঘোষণা করলেন।

আরও পড়ুন- Khakee Bengal Chapter: নেটফ্লিক্সে মহারাজের আবির্ভাব! ছিটকে গেলেন প্রসেনজিত্‍-জিত্‍…

‘পুষ্পা ৩’-এর খবরে উচ্ছ্বসিত ভক্তদের মনে মনখারাপও কাজ করছে কারণ এই ছবি দেখতে তাঁদের অপেক্ষা করতে হবে আরও তিন বছর। ছবি মুক্তি পাবে ২০২৮ -এ। এর কারণ অবশ্য ছবির নায়ক আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমার দু’জনেই অন্যান্য কাজ নিয়ে খুবই ব্যস্ত। এই মুহূর্তে অল্লু, অ্যাটলি (Allu Arjun, Atlee Kumar) এবং ত্রিবিক্রম শ্রীনিবাসের (Trivikram Srinivas) পরিচালিত দু’টি ছবি নিয়ে অত্যন্ত ব্যস্ত। অন্য দিকে সুকুমার (Sukumar), রামচরণকে (Ram Charan) নিয়ে একটি সিনেমা তৈরি করছেন। এই ছবিটি শেষ হলেই ধরবেন ‘পুষ্পা ৩’-এর কাজ। 

‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise), ‘পুষ্পা: দ্য রুল’ (Pushpa 2: The Rule)-এর পরে সিনেমার তৃতীয় পর্বের কী নাম রাখা হবে, সেটা জানতেও অধীরভাবে আগ্রহী অনেকেই। জানা যাচ্ছে, সম্ভবত ‘পুষ্পা’র তৃতীয় অধ্যায়ের নাম হতে পারে, ‘পুষ্পা: দ্য র‍্যাম্পেজ’ (Pushpa 3: The Rampage)।

আরও পড়ুন- Jisshu Sengupta Birthday: ‘কাঁটার মুকুট আগেও পরেছিস, কারও গল্পে না হয় ভিলেন!’, যীশুর জন্মদিনে খোলা চিঠি দিদির…

এরই পাশাপাশি, আরও একটা কথা ঘুরছে দক্ষিণী বিনোদনের দুনিয়ায়। পরের পর্বে দর্শকের জন্য থাকছে আরও বড় চমক। ছবির খলনায়ক বদলেও যেতে পারে। দ্বিতীয় পর্বে দুই জবরদস্ত খলনায়ক ফহাদ ফাসিল (Fahadh Faasil) এবং তারক পোন্নাপ্পার (Tarak Ponnappa) দুরন্ত অভিনয় আমরা দেখেছি। আগামী ছবিতে এই জায়গায় অভিনয় করতে দেখতে পাওয়া যেতে পারে বিজয় দেবেরাকোন্ডাকে (Vijay Deverakonda)। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link