# Tags
#Blog

Pushpa 2 The Rule: কে থামাবে ‘পুষ্পা’ রাজ! অল্লু আগুনে ছারখার সব রেকর্ড, ৭০০ কোটির এই ক্লাবে ইতিহাস…

Pushpa 2 The Rule: কে থামাবে ‘পুষ্পা’ রাজ! অল্লু আগুনে ছারখার সব রেকর্ড, ৭০০ কোটির এই ক্লাবে ইতিহাস…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুকুমারের তেলেগু অ্যাকশন থ্রিলার ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে নজিরবিহীন রেকর্ড তৈরি করেছে। সেই তালিকায় আরও একটি যোগ করেছে।  ফিল্ম বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, অল্লু অর্জুনের অভিনীত ছবির ডাব করা হিন্দি সংস্করণটি ভারতীয় বক্স অফিসে ৭০০ কোটি আয় করার প্রথম হিন্দি ছবি হয়ে উঠেছে। এমনকি ডোমেস্টিক বক্স অফিসে এটি আলাদাই মাইল ফলক গেঁথেছে।

এর আগে ২০০৮ সালে এআর মুরুগাদোসের ‘গজনি’। প্রধান চরিত্রে অভিনয় করেন আমির খান। এই ছবি ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি আয় করা প্রথম হিন্দি ছবি উঠেছিল। এটি মুরুগাদোসের ২০০৫ সালের একই নামে তামিল ভাষায় মুক্তি পেয়েছিল। গজনির ঠিক আগে, শাহরুখ খান অভিনীত ফারাহ খানের ২০০৭ সালের পুনর্জন্মের গল্প ওম শান্তি ওম, ভারতে ৯০ কোটি আয় করার প্রথম হিন্দি চলচ্চিত্র হয়ে ওঠে, তারপরে পরের বছর অক্ষয় কুমার অভিনীত বিপুল শাহের কমেডি সিং ইজ কিং।

আরও পড়ুন:Malbazar: বড়দিনে বড় ক্ষতি! বীভত্‍স আগুনে পুড়ল চাবাগানের বাড়ি, ভস্মীভূত সংসার…

উল্লেখ্য, পুষ্পা ২-এর পদপিষ্টের ঘটনার মামলা চলছে। মঙ্গলবার সকালে সেই মামলার সূত্রে অল্লু যখন হায়দরাবাদের থানায় হাজিরা দিয়েছেন, তখনই খবর মিলেছে তাঁর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হয়েছে।

শুরুটা ডিসেম্বরের শুরুতে। গত ৪ ডিসেম্বর রাতে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন অভিনেতা। অল্লুর সঙ্গে ছিলেন স্ত্রী এবং দুই সন্তান। নায়ককে দেখতে ভিড়ে ঘটে যায় একটি দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তাঁর আট বছরের ছেলেকে। ওই ঘটনার প্রেক্ষিতে অল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিস।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal