NOW READING:
Pushpa 2: মুক্তির আগেই ইতিহাসে ‘পুষ্পা ২’! প্রথম দিনেই পকেটে…ধারণারও বাইরে অঙ্কের পরিমাণ
December 1, 2024

Pushpa 2: মুক্তির আগেই ইতিহাসে ‘পুষ্পা ২’! প্রথম দিনেই পকেটে…ধারণারও বাইরে অঙ্কের পরিমাণ

Pushpa 2: মুক্তির আগেই ইতিহাসে ‘পুষ্পা ২’! প্রথম দিনেই পকেটে…ধারণারও বাইরে অঙ্কের পরিমাণ
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর কটা দিন। অল্লু অর্জুন-রশ্মিকা মান্দানার বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২’ ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। টিজার থেকেই এই ছবি যে বক্স অফিসে ‘রুল’ করবে, তা সকলেরই প্রায় জানা ছিল।  মুক্তির আগেই বক্সঅফিসে নতুন রেকর্ড গড়ল পুষ্পা ২।

জানা গিয়েছে, ভারতীয় সিনেমায় এই ছবিই প্রথম যার, অগ্রিম ফার্স্ট ডে কালেকশন ৩০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। রিপোর্টে জানা গিয়েছে, অভ্যন্তরীণ বাজার থেকে শুরুর দিনের জন্য মোট সংগ্রহ ২৩৩ কোটি। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মত রাজ্যগুলিতে ১০৫ কোটি টাকা আয় করেছে। এছাড়াও কর্ণাটক থেকে ২০ কোটি, তামিলনাড়ু থেকে ১৫ কোটি এবং কেরালা থেকে ৮ কোটি সংগ্রহ করবে বলে আশা করে হচ্ছে।

আরও জানা গিয়েছে, ছবির অ্যাডভান্স বুকিং খোলা মাত্রই প্রথম ১০ ঘণ্টার মধ্যে হিন্দি ভাষায় ‘পুষ্পা ২’ দেখার জন্য বিক্রি হয়ে গিয়েছে ৫৫ হাজার টিকিট! যা রীতিমত বলিউডের হেভিওয়েট ছবিগুলি টেক্কা দিয়ে পিছনে ফেলে দিয়েছে। আশা করা যাচ্ছে যে, মুক্তির পরে আয়ের নতুন রেকর্ড গড়বে এই সিনেমা। 

আরও পড়ুন:Chinmoy Das Arrest: বাংলাদেশে যা হচ্ছে তা আমাদের হিন্দুদের জন্য খুবই উদ্বেগের, মুখ খুললেন কঙ্গনা

এই ছবিটি ব্লকবাস্টার হিট পুষ্পা এর পরবর্তী ভাগ। এটি এই বছরের স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্ট মুক্তি পাবে। ‘পুষ্প- দ্য রুল’ রচনা ও পরিচালনা করেছেন সুকুমার। সুকুমার রাইটিং-এর সহযোগিতায় মিথ্রি মুভি মেকার্স-এর নবীন ইয়েরনেনি এবং ওয়াই রবি শঙ্কর প্রযোজিত ছবিটি এই বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে৷ অল্লু অর্জুন গত বছর ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলাতেও মুক্তি পাচ্ছে এই ছবি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal