NOW READING:
দেদার বিকোচ্ছে টিকিট! মুক্তির প্রথম দিন সকালেই কত ব্যবসা করল ‘পুষ্পা ২’?
December 5, 2024

দেদার বিকোচ্ছে টিকিট! মুক্তির প্রথম দিন সকালেই কত ব্যবসা করল ‘পুষ্পা ২’?

দেদার বিকোচ্ছে টিকিট! মুক্তির প্রথম দিন সকালেই কত ব্যবসা করল ‘পুষ্পা ২’?
Listen to this article


কলকাতা: অবশেষে.. অল্লু অর্জুন (Allu Arjun), রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) অভিনীত ‘পুষ্পা ২’ (Pushpa 2) মুক্তি পেল আজই। আর শুরু থেকেই এই ছবি রেকর্ড গড়ার পথে। প্রথম ছবি মুক্তির ৩ বছর পরে মুক্তি পেল এই ছবির সিক্যুয়াল। আর মুক্তির পর থেকেই এই ছবির দেখার জন্য বিভিন্ন প্রেক্ষাগৃহে মানুষের ঢল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রেক্ষাগৃহ পূর্ণ হওয়ার একাধিক ভিডিও। অনেকেই এসেছেন অল্লু অর্জুনের শাড়ি পরা লুক-এর মতো মেক আপ করে। কেউ আবার এসেছেন অল্লু অর্জুনের প্ল্যাকার্ড, ছবি হাতে। তবে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই কত উপার্জন করল এই ছবি? 

অ্যাডভান্স বুকিংয়ের নিরিখেই অনেক রেকর্ড ভেঙে দিয়েছে ‘পুষ্পা ২’। আর সূত্রের পাওয়া খবর অনুযায়ী সকাল ৮টা পর্যন্ত এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসে ২১.০৪ কোটির ব্যবসা করে ফেলেছে। প্রত্যাশা যে এই ছবি নতুন রেকর্ড গড়বে বক্সঅফিসে। তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলাতেও মুক্তি পেয়েছে এই ছবি। আর এই রেকর্ড গড়েছে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ছবিটি। কয়েকদিন আগেই খুলে গিয়েছিল অ্যাডভান্স বুকিং। আর সেই বুকিং কাউন্টার খোলার পরেই বিক্রি হয়ে গিয়েছিল রেকর্ড পরিমাণ টিকিট। জানা গিয়েছে, গোটা দেশে অ্যাডভান্স বুকিং খোলার প্রথম ১০ ঘণ্টার মধ্যে হিন্দি ভাষায় ‘পুষ্পা ২’ দেখার জন্য বিক্রি হয়ে গিয়েছিল ৫৫ হাজার টিকিট! হিন্দি ছবির ক্ষেত্রে এত তাড়াতাড়ি এট টিকিট বিক্রি হওয়ার রেকর্ড খুব কম রয়েছে। 

মুক্তির আগেই এই ছবি ৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। দেশের তিনটি অন্যতম বড় ন্যাশানাল চেন, পিভিআর, আইনক্স ও সিনেপলিস-এ গত ২ ডিসেম্বরই বিক্রি হয়ে গিয়েছে ১,৫২,৫০০-র ও বেশি টিকিট! শেষ পাওয়া খবর অনুযায়ী, ২ ডিসেম্বর শুধুমাত্র পিভিআরেই বিক্রি হয়েছে ১,২১,৫০০ টি টিকিট। অন্যান্য চেনগুলিতে বিক্রি হয়েছে ৩১ হাজারেরও বেশি টিকিট। এই ছবিটি ইতিমধ্যেই কল্কি, ফাইটার, আরআরআর, দৃশ্যম ২-এর মতো ছবির রেকর্ডগুলিকে ছাপিয়ে গিয়েছে। ইতিমধ্যেই সবচেয়ে বেশি অ্যাডভান্স বুকিং-এর তালিকায় সবার উপরে রয়েছে ‘বাহুবলী ২’। ৬.৫০ লাখ টিকিট অ্যাডভান্স বুকিং হয়েছিল এই ছবির। এরপরেই তালিকায় রয়েছে শাহরুখ খানের জওয়ান। এই ছবিটির জন্য অ্যাডভান্স টিকিট বুকিং হয়েছিল ৫.৫৭ লাখ। এরপরেই তালিকায় রয়েছে পাঠান। এই ছবির অ্যাডভান্স বুকিংয়ের সংখ্যা ছিল ৫.৫৬ লাখ। এরপরে তালিকায় রয়েছে কেজিএফ চ্যাপ্টার ২। যেটির অ্যাডভান্স টিকিট বুকিংয়ের সংখ্যা ছিল ৫.১৫ লাখ।

আরও পড়ুন: Allu Arjun: ‘তুমি আমার অনুপ্রেরণা, ছেলে হিসেবে গর্বিত’, অল্লু অর্জুনকে মন ভাল করা চিঠি আয়ানের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন



Source link