# Tags
#Blog

ফের বাঘের ভয় বঙ্গে, এবার পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানায় আতঙ্ক

ফের বাঘের ভয় বঙ্গে, এবার পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানায় আতঙ্ক
Listen to this article


হংসরাজ সিংহ, পুরুলিয়া: জিনাতের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে বাঘের আতঙ্ক (Purulia Tiger Fear) তৈরি হয়েছে পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা এলাকা। ঝাড়খণ্ডের চাণ্ডিল লাগোয়া জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাফেরা করছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানায় আতঙ্ক: জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়। সূত্রের খবর, এই বাঘের গলায় জিনাতের মতো রেডিও কলার নেই। যার ফলে বাঘের গতিবিধি জানতে হিমসিম খেতে হচ্ছে ঝাড়খণ্ডের বনবিভাগকে। আতঙ্কে রয়েছেন পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা এলাকার বলরামপুর, বাঘমুণ্ডি সহ একাধিক গ্রামের বাসিন্দারা।                                              

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোঁওয়া বনবিভাগের চাণ্ডিল রেঞ্জ ও খুঁটি বনবিভাগের তামাড় রেঞ্জ সীমানায় প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার জায়গা জুড়ে বাঘের পায়ের ছাপ মিলেছে। এই অবস্থায় এলাকাবাসীদের জঙ্গলে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যে এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেখান থেকে পুরুলিয়ার বলরামপুরের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। যদিও বাঘের বিষয়ে ঝাড়খণ্ড বনদফর আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি বলে দাবি পুরুলিয়া বন বিভাগের DFO অঞ্জন গুহর। তবুও এলাকায় বাঘের উপস্থিতির খবর মিলতে তৎপর রয়েছে পুরুলিয়ার বনদফতর।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে ফের বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। মৈপীঠ কোস্টাল থানার অন্তর্গত বৈকুণ্ঠপুরের একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে।  উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুর, কিশোরীমোহনপুর, বৈকুণ্ঠপুর ৬ নম্বর লাগোয়া জঙ্গলের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন গ্রামবাসীরা। এইসব এলাকা লাগোয়া জঙ্গলে বাঘের গর্জন শোনা গেছে বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বনদফতর।  উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুর গ্রাম লাগোয়া জঙ্গল এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেই জালের ওপর বাঘের লোম পাওয়া গেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। আজমলমারির জঙ্গল থেকে নদী সাঁতরে বাঘটি গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। গ্রামবাসীদের সতর্ক করতে লাগাতার মাইকিং করছে জেলা প্রশাসন। রাতে বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে।

আরও পড়ুন: RG Kar News: চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্ত কি শেষ? আর জি কর মামলায় আদালতে যা জানাল CBI

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal