NOW READING:
পুরুলিয়া থেকে ফের ট্যাব কেলেঙ্কারির অভিযোগ
November 15, 2024

পুরুলিয়া থেকে ফের ট্যাব কেলেঙ্কারির অভিযোগ

পুরুলিয়া থেকে ফের ট্যাব কেলেঙ্কারির অভিযোগ
Listen to this article


Purulia News: পুরুলিয়ায় ফের ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগ । জেলার ৫ স্কুলের ৩০ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা । পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগ দায়ের হতেই অ্যাকাউন্ট ফ্রিজ করে তদন্তে পুলিশ। ‘ট্যাব কেলেঙ্কারি পরিচালিত ও নিয়ন্ত্রিত করা হচ্ছে কেন্দ্রীয়ভাবে’, যেভাবে পরপর কেলেঙ্কারির তথ্য সামনে আসছে , তাতে এটাই অনুমান তদন্তকারীদের। ‘ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর’ এমনটাই মনে করছে লালবাজার। গতকাল তদন্তে শিক্ষা দফতরের সদর দফতর বিকাশ ভবনে যায় কলকাতা পুলিশের টিম। কলকাতা পুলিশের টিমে ছিল সাইবার বিশেষজ্ঞরা। 

 

কাজের দিন অফিস টাইমে শিয়ালদা-বনগাঁ শাখার অশোকনগর স্টেশনে রেল অবরোধ। ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাঁট করায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। যাত্রীদের অভিযোগ, প্রায় দিনই বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসাত পর্যন্ত করে দেওয়া হচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। প্রতিবাদে এদিন সকাল ৮টা ১০ থেকে অশোকনগর স্টেশনে শুরু হয় রেল অবরোধ। আটকে পড়ে একের পর এক আপ ও ডাউন ট্রেন। লেভেল ক্রসিংয়ের গেট না খুলতে পারায় যশোর রোডেও যানজট তৈরি হয়। গাড়ির লাইন পড়ে যায়। বহু মানুষ ভোগান্তির শিকার হন। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।



Source link