জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যৌন লালসার শিকার বছর ২৪-এর এক তরুণী। বারবার প্রতিরোধেও লাভ না হওয়ায় অবশেষে ভয়ংকর কাণ্ড করে বসল সে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নালাসোপাড়ায় ( Maharashtra nalasopara)। দুই বছরেরও বেশি সময় ধরে যৌন নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই তরুণী। এরপরেই চরম পদক্ষেপ করে সে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
দু বছরের বেশি সময় ধরে যৌন নির্যাতন করেছিলেন সৎ বাবা। আর সহ্য করতে না পেরেই সোমবার বাবার উপর ছুরি দিয়ে আক্রমণ করে সে এবং তার যৌনাঙ্গ কেটে দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে এদিন বিকেল ৩:০০ টার দিকে। হামলায় মেয়েটির সৎ বাবা গুরুতর আহত হন এবং চিকিৎসার জন্য কান্দিভালির শতাব্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে, তরুণীকে পুলিস হেফাজতে নেওয়া হয়েছে। মাটিতে পড়ে থাকা রক্তাক্ত ওই ব্যক্তির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তুলিঞ্জ পুলিসের মতে, সোমবার ৫৬ বছর বয়সি সৎ বাবা তার উপর জোর করার চেষ্টা করে। এরপরই তরুণী তার উপর আক্রমণ করে। প্রথমে চোখ বাঁধতে রাজি করায় এবং তরুণী তার চোখে কাপড় বেঁধে দেওয়ার পরই ছুরি দিয়ে আক্রমণ করে, যৌনাঙ্গ কেটে দেয়। যন্ত্রণায় চিৎকার করতে করতে রক্তাক্ত ব্যক্তি ঘর থেকে বেরিয়ে রাস্তায় ছুটতে থাকে। পিছনে ছুটতে থাকে মেয়েটি।
তখনই পথচারীরা ভিডিয়ো করতে শুরু করে, যে মেয়েটি ছুরি হাতে ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে একজন পুলিসের জরুরি নম্বরে ফোন করে, এরপর পুলিস ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে, পুলিস ওই মেয়েটিকে হেফাজতে নিয়েছে এবং তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে। পুলিস কর্মকর্তারা জানিয়েছেন যে তারা ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা এবং মহিলার বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুন, Hyderabad priest gets lifetime: আরও এক ভয়ংকর ‘সিমেন্ট মার্ডার’! উঠতি অভিনেত্রী প্রেমিকাকে নৃশংস হত্যা পুরোহিতের, হাড়হিম হায়দরাবাদ…
আরও পড়ুন, Ahmedabad School Incident: জুয়ার নেশায় রক্তারক্তি প্রাইমারি স্কুলে, ১০ টাকা জেতার লোভে ব্লেড দিয়ে ৪০ পড়ুয়া…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)