NOW READING:
চুরির সন্দেহ, সিভিক ভলান্টিয়ারের সামনেই মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগ পটাশপুরে
September 24, 2024

চুরির সন্দেহ, সিভিক ভলান্টিয়ারের সামনেই মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগ পটাশপুরে

চুরির সন্দেহ, সিভিক ভলান্টিয়ারের সামনেই মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগ পটাশপুরে
Listen to this article



<p><strong>ঋত্বিক প্রধান, পটাশপুর :</strong> পূর্ব মেদিনীপুরের পটাশপুরে চোর সন্দেহে এক মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগ উঠল। প্রতিবেশীর সোনার হার চুরির সন্দেহে সিভিক ভলান্টিয়ারের সামনেই বিবস্ত্র করে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ গৃহবধূর। ঘটনায় আহত গৃহবধূ ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে। গৃহবধূর দাবি, প্রতিবেশী এক বৃদ্ধার হার চুরির ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রতিবেশীরা। অভিযোগ, তিনি চুরির কথা অস্বীকার করার পর রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন প্রতিবেশীদের একাংশ। এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।</p>
<p>RG Kar কাণ্ডের জেরে তোলপাড় গোটা রাজ্য। যার আঁচ গিয়ে পৌঁছেছে দেশ ছাড়িয়ে বিদেশে। ঘটনার পর নারীর নিরাপত্তা নিয়ে ফের একবার উঠেছে প্রশ্ন। আন্দোলনে রাজপথে নেমেছে নাগরিক সমাজ। উঠেছে নারীর সুরক্ষার দাবি। এই আবহে ঘটে গেল আরও একটি লজ্জাজনক ঘটনা। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের পটাশপুর। চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধেই !</p>
<p>প্রতিবেশী এক বৃদ্ধার হার চুরির সন্দেহ করা হয় ওই গৃহবধূকে। সেই সন্দেহে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। মহিলা তখন প্রতিবেশীদের জানিয়ে দেন, তিনি হার চুরি করেননি। এব্যাপারে তাঁরা পুলিশকে ডাকতে পারেন। যাকে খুশি ডাকতে পারেন।&nbsp;</p>
<p>মহিলার অভিযোগ, এরপরেই তাঁর উপর চড়াও হন প্রতিবেশীরা। প্রায় দুই ঘণ্টা ধরে তাঁকে প্রচণ্ড পরিমাণে মারধর করা হয়। তাতে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। পটাশপুর থানা সূত্রে খবর, ঘটনায় খবর পৌঁছয় তাদের কাছে। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে প্রথমে ওই মহিলাকে উদ্ধার করে। প্রথমে তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মহিলার আরও অভিযোগ, তিনি চুরির কথা অস্বীকার করার পর তাঁকে যখন মারধর করা হচ্ছিল, তখন সেখানে এক সিভিক ভলান্টিয়ার উপস্থিত ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়েছে।</p>
<p>ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতরা করা হয়নি।&nbsp;</p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em>&nbsp;&nbsp;</u></strong>&nbsp;</p>
<p>&nbsp;</p>



Source link