NOW READING:
Suvendu Adhikari: মেচেদায় শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ তৃণমূলের ! কী বলল বিজেপি ?
February 22, 2025

Suvendu Adhikari: মেচেদায় শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ তৃণমূলের ! কী বলল বিজেপি ?

Suvendu Adhikari: মেচেদায় শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ তৃণমূলের ! কী বলল বিজেপি ?
Listen to this article


মেচেদা : কুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে বিজেপির, পাল্টা শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরানো হল! মেচেদায় বিরোধী দলনেতার ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলায় মমতাকে বিজেপি আক্রমণ করেছিল। এবার মেচেদায় তৃণমূলের বিক্ষোভ। মেচেদার শান্তিপুরে তৃণমূলের পথসভা এবং শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয় ! কাউকে কাউকে ছবিতে জুতো মারতেও দেখা যায়।

এ প্রসঙ্গে তৃণমূলের তরফে এক নেতা বলেন, “গত পরশু দিন এখানে বিজেপির কয়েকজন লোক , যাদের গ্রহণযোগ্যতা নেই, যারা বুথে কোনও দিন স্থান পায়নি, তারা মেচেদায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য এবং কুশপুত্তলিকা দাহ করার প্রতিবাদে আমরা শান্তিপুর ১ নম্বর অঞ্চল আমরা এই কর্মসূচি পালন করেছি। আমরা মনে করেছি, বিরোধী দলনেতা আমাদের দিদিকে অপমান করেছেন, তাঁকে শুধু অপমান করার ভাষায় আমাদের জানা নেই। তাঁকে জুতো মেরে বিদায় করাই আমাদের কর্তব্য।” 

ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “নোটবন্দির সময় পার্ক সার্কাসে নরেন্দ্র মোদির প্রতিকৃতিতে জুতোর মালা পরিয়ে লাইন দিয়ে মানুষ তাতে থুতু দিয়ে পাশে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে ঢুকে গিয়েছিল। এটাই তৃণমূলের রুচি, তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের কর্মসূচি এবং তৃণমূলের চলার পথ। এ রাজ্যে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতা, যাঁরা স্থান মুখ্যমন্ত্রীর পরেই, তাঁর ছবিতে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে যেখানে ৪০ কোটি মানুষের সমাগম হচ্ছে সেই কুম্ভকে মৃত্যুকুম্ভ বলা হয়, শুধুমাত্র বিভাজনের রাজনীতি করার জন্য, ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণের জন্য, দুধেল গায়েদের ভোটের জন্য এধরনের প্রদর্শন হবে। এটা সার্বিকভাবে বাংলার মর্যাদা, বাংলার সম্মান ….  এবং আমরা যাঁরা বলি ভারতের অন্যান্য রাজ্যের থেকে অনেকদিক থেকে এগিয়ে আছি, আসলে আমরা কী, আমরা কোথায় রাজ্যটাকে পৌঁছেছি …আমরা একটা রাজনৈতিক দলের রুচিটা কোন স্তরে নামিয়ে এনেছি, এটা সেটারই প্রমাণ।”

 

আরও দেখুন



Source link