জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ কী চলছে! প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হাড়হিম করা খবর। এবার এমন এক ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হল যা দেখে বুক কেঁপে গেল গোটা দেশের… হিংস্রতা, নির্মমতার মতো শব্দগুলি যেন ফিকে হয়ে গেল! এবার অফিসেই এক মহিলাকে ধারাল ছুরি দিয়ে কোপাল তার পুরুষ সহকর্মী!
আরও পড়ুন: বিশেষ দর্শন পেতে টিকিট বিলি! হুড়োহুড়িতে তিরুপতিতে পদপিষ্ট অন্তত ৭, ফের মৃত্যুমিছিল?
গত ৭ জানুয়ারি শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে বিপিও কোম্পানি ডব্লিউএনএস গ্লোবাল সার্ভিসেসের পুণে শাখায়। ৩০ বছরের কৃষ্ণ সত্য়নারায়ণ কানোজা একটি কিচেন নাইফ নিয়ে সন্ধে ৬টা ১৫ নাগাদ অফিসের পার্কিং লটে চলে আসেন, এরপর তাঁরই ২৮ বছরের সহকর্মী শুভদা কোদারেকে কোপাতে শুরু করেন। ছুরির আঘাতে ওই মহিলা মাটিয়ে লুটিয়ে পড়েন। আশেপাশে অফিসের আরও সহকর্মীরা দাঁড়িয়ে থাকলেও কেউ কোনও পদক্ষেপ নেননি। চমকে দেওয়ার মতো বিষয় হল সব কিছু চোখের সামনে দেখেও, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না কেউই! গুরুতর আহত ও রক্তাক্ত শুভদাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
পুণে পুলিস ঘটনার তদন্তে নেমেছে। কৃষ্ণের থেকে জানা গিয়েছে যে, বিগত দুই বছর ধরে শুভদা তাঁর নিজের এবং বাবার চিকিত্সার জন্য় কৃষ্ণের থেকে মোট ৪.৫ লক্ষ টাকা ধার নিয়েছিল। দু’জনেই এক অফিসে হিসাবরক্ষকের কাজ করতেন। কৃষ্ণ জানতে পারেন যে, সহকর্মীর অসুস্থতার বিষয়টি পুরো ভুয়ো। এরপরই কৃষ্ণ বারবার শুভদাকে তাগাদে দেন টাকা ফেরৎ দেওয়ার। কিন্তু শুভদা সে কথায় কর্ণপাত না করায়, কৃষ্ণ উত্তেজনার বশে চরম পদক্ষেপ নেন।
শুভদা আহত হয়েও তাঁর বাবাকে ফোনে পুরো ঘটনাটি জানিয়েছেন যে, তাঁকে কী অবস্থার ভিতর দিয়ে যেতে হচ্ছে। তখন কৃষ্ণও ফোনে শুভদার বাবার সঙ্গে কথা বলে টাকা ফেরত দিতে বলেন! শুভর বোনের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং অস্ত্র আইনের ধারায় পুলিস কৃষ্ণের বিরুদ্ধে মামলা রজু করেছেন। এই ঘটনাই কোথায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, কর্মস্থলে সম্ভবত কেউই সুরক্ষিত নন!
আরও পড়ুন: জিনিসপত্র না পেয়ে হতাশ! গৃহিণীকে চুমু দিয়ে পালাল চোর…
.