নাবালিকাকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত অধ্যাপকের ২০ বছরের জেল

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় পকসো মামলা (POCSO Case) দোষী সাব্যস্ত অধ্যাপককে ২০ বছরের কারাদণ্ডের সাজা দিল শ্রীরামপুর আদালত (Serampore court)। বিচারকের এই রায়ের ফলে খুশি নির্যাতিতা। অন্যদিকে ওই অধ্যাপককে মিথ্যা ফাঁসানো হয়েছে বলে দাবি তার আইনজীবীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর কলেজের একটি বিভাগের প্রধান ছিল ওড়িশার বেহরামপুরে বাসিন্দা ওই অধ্যাপক। কলেজের স্টাফ কোয়ার্টার ম্যাক হাউসে থাকত। সেখানেই নাবালিকা একজন ছাত্রীকে ওই অধ্যাপক যৌন নির্যাতন করে বলে অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতে ২০২২ সালের মার্চ মাসে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

আরও পড়ুন: Chopra News: খোঁজ নেই চোপড়া থেকে ঢাকায় ডাক্তারি করতে যাওয়া সোহেলের, চিন্তায় পরিবার

এরপরই অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। অভিযুক্ত বিচারাধীন বন্দি থাকা অবস্থায় মামলার চার্জশিট জমা করা হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়।

উভয়পক্ষের আইনজীবীর শুনানির পর শনিবার শ্রীরামপুর আদালতের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট পকসো কোর্টের বিচারক মনোজ কুমার রাই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।  আজ তার সাজা ঘোষণা হয়। বিচারক ওই অধ্যাপককে ২০ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেন।

আরও পড়ুন: Bangladesh News: বাংলাদেশের অশান্তির আঁচ রূপোলি শস্যে! আমদানি বন্ধে দাম বাড়ছে পদ্মার ইলিশের?

এপ্রসঙ্গে এই মামলার সরকারি আইনজীবীর দায়িত্বে থাকা জয়দীপ মুখোপাধ্যায় বলেন,”ওই অধ্যাপক একটি এনজিও তৈরি করেছিল। ম্যাক হাউসে দুঃস্থদের রেখে মেয়েদের পড়াতো। নির্যাতিতা ২২ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ম্যাক হাউসে যায়। আর তার কয়েকদিন পর থেকেই তার উপর যৌন নির্যাতন চলে। একজন শিক্ষক ছাত্রীর সঙ্গে যা করেছে তা যেন আর কেউ না করতে পারে।”

রবিবার আদালত দোষী সাব্যস্ত ওই অধ্যাপককে ২০ বছর সশ্রম কারাদণ্ড এবং মোট ৬০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও সাত মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। পাশাপাশি নির্যাতিতাকে সাড়ে তিন লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেয় আদালত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh News: বাংলাদেশের অশান্তির আঁচ রূপোলি শস্যে! আমদানি বন্ধে দাম বাড়ছে পদ্মার ইলিশের?

আরও দেখুন


Source link

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *